‘শেষ ঢেউ’ নিয়ে এলেন তানজিব-অবনী
তানজিব সারোয়ার ‘শেষ ঢেউ’ শিরোনামের নতুন গানে কণ্ঠ দিয়েছেন। ডুয়েট এই গানে তাঁর সঙ্গী অবনী মাহবুব।
এ প্রসঙ্গে তানজীব বলেন, ‘অবনী মাহবুবের সঙ্গে প্রথম কাজ আমার। সত্যি, কাজ করতে গিয়ে তার সহযোগিতা এনজয় করি। আশা করবো, শ্রোতারাও গানটি উপভোগ করবেন।’
গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। এটির সুর-সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আদিত্য পাল। এতে মডেল হয়েছেন সুমিত ও তনুশ্রী।
গানটি নিয়ে অবনী মাহবুব বলেন, আমি বরাবরই শ্রোতাদের কথা চিন্তা করে অনেক যত্ন ও সময় নিয়ে একটি গান করার চেষ্টা করি। সেই চেষ্টার অংশ হিসেবে তানজীবের সঙ্গে কাজ করা। ‘শেষ ঢেউ’ গানটির কথাগুলো মনে গেঁথে থাকার মত। তাই আমার দৃঢ় বিশ্বাস, গানটি শ্রোতাদের হৃদয়ে দাগ কেটে যাবে।গানটির সঙ্গে সামঞ্জস্য রেখেই দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করা হয়েছে।
সম্প্রতি কণ্ঠশিল্পী অবনী মাহবুবের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ‘শেষ ঢেউ’ গানটির ভিডিও প্রকাশিত হয়। পাশাপাশি স্পটিফাই’সহ বিভিন্ন অডিও স্ট্রিমিং অ্যাপে রোমান্টিক ধাঁচের এই গানটি প্রকাশ হয়েছে।