অনন্ত-রাধিকার বিয়েতে গাইতে জাস্টিন বিবার নিচ্ছেন ১১৭ কোটি টাকা
আগামী ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়বেন মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট। ১২ থেকে ১৪ জুলাই হবে ভারতীয় ধনকুবের পুত্র অনন্ত আম্বানির বিয়ের মূল অনুষ্ঠান।
আজ ৫ জুলাই অনন্ত ও রাধিকার বিয়েতে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগেই জানা গিয়েছিল বিয়েতে গাইবেন অ্যাডেল, ড্রেক, লানা দেল রে-দের মতো শিল্পীরা।
কিন্তু তাদের আগেই অনেকটা অবাক করে দিয়ে গতকাল মুম্বাই পৌঁছেছেন বিশ্বসংগীতের আরেক তারকা জাস্টিন বিবার।
ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুসারে, ইতোমধ্যে পারফর্ম করতে মুম্বাইয়ে পা রেখেছেন এই পপ শিল্পী। আম্বানি পরিবার জাস্টিনকে ১০ মিলিয়ন ডলার সম্মানি দেবে অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮৩ কোটি এবং বাংলাদেশি টাকায় যা ১১৭ কোটি টাকা। যা আম্বানি পুত্রের বিয়ের আগের অনুষ্ঠানে আসা রিহানা এবং বিয়ন্সের পারিশ্রমিকের চেয়েও বেশি।
এদিকে বিয়ের উৎসবে পারফর্ম করার জন্য অ্যাডেল, ড্রেক এবং লানা ডেল রে-এর মতো বিখ্যাত শিল্পীদের সাথেও আলোচনা চলছে বলে জানা গেছে।
চলতি বছরের মার্চে ভারতের জামনগরে প্রাক-বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে গোটা বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল ভারতের সবচেয়ে ধনী ও অভিজাত আম্বানি পরিবার।