রাফির ‘অসিয়ত’
ফের নিশোর নায়িকা হচ্ছেন তমা
দর্শকনন্দিত অভিনেতা আফরান নিশো নতুন দুটি সিনেমার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন গেল মে মাসে। সিনেমা দুটির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট তখন এর বাইরে আর কোন তথ্য প্রকাশ করেনি।
তখনই এনটিভি অনলাইন প্রথম জানিয়েছিল, আফরান নিশো নতুন দুটি সিনেমা পরিচালনা করছে রায়হান রাফি ও ভিকি জাহেদ। রাফি পরিচালিত নতুন এই সিনেমার নাম ‘অসিয়ত’; যেটি ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে এনটিভি অনলাইন আরও জেনেছে, আগামী সেপ্টেম্বর থেকে ‘অসিয়ত’ সিনেমার শুট শুরু হচ্ছে। আর এই সিনেমার জন্য নিশোর বিপরীতে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা। এর ফলে ‘সুড়ঙ্গ’ সিনেমার পর ফের একই টিম নিয়ে হাজির হচ্ছেন রাফি। খুব দ্রুতই আসছে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা।
নতুন প্রসঙ্গে আফরান নিশো তখন জানিয়েছিল, যে কোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময় খুবই প্রয়োজন। সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে সব ক্ষেত্রের সঠিক সমন্বয়। সমন্বয় যত ভালো হবে, সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা তত বেড়ে যায়। সময় দেওয়া আর নেওয়ার মাঝেই ভালো সিনেমা। হারিয়ে থাকা যেমন নিখোঁজ সংবাদের আভাস দেয়, তেমনি খুঁজে পাওয়ার আগ্রহ সৃষ্টি করে। অনেক নিখোঁজের মাঝে আমি খোঁজ পেয়েছি এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের। তারা আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি সম্পন্ন করেছেন। তারা আমাকে ও আমি তাদেরকে খুঁজে পেয়েছি, আমি আনন্দিত।