হাসপাতালে উর্বশী রাউতেলা
শুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। অভিনেত্রী বর্তমানে নন্দমুরি বালাকৃষ্ণের তেলুগু সিনেমা ‘এনবিকে ১০৯’ এর শুটিং করছেন। আর সেখানেই আহত হলেন তিনি। আঘাত পাওয়ার পরই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর জানা গিয়েছে তাঁর একটি হাড় ভেঙেছে। সূত্রের খবর অনুযায়ী অসম্ভব যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন অভিনেত্রী। যদিও তাঁর চিকিৎসা ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
ফ্রি প্রেস জার্নালের একটি রিপোর্টে জানানো হয়েছে, উর্বশীর আঘাত লাগার পর মারাত্মক যন্ত্রণা শুরু হয়। গোটা বিষয়টাই ঘটে যখন তাঁরা এই ছবির জন্য একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করছিলেন।
জানা গিছে, বর্তমানে উর্বশী হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি আছেন। এই ‘এনবিকে ১০৯’ সিনেমাটিতে তাঁর সঙ্গে দুলকর সালমাননসহ প্রকাশ রাজকে মুখ্য ভূমিকায় দেখা যাবে। ববি কোলি এই সিনেমাটির পরিচালনা করছেন। তবে অভিনেত্রীর বিষয়ে এখনও পর্যন্ত আর তেমন আপডেট পাওয়া যায়নি।
প্রসঙ্গত, আজ থেকে ঠিক এক বছর আগে এই সময় ঋষভ পন্তের দুর্ঘটনাটি ঘটেছিল। তখন কোকিলা বেন আম্বানি হাসপাতালে তাঁকে দেখতেও গিয়েছিলেন উর্বশী। বছর ঘুরতে না ঘুরতেই নিজে বড়সড় দুর্ঘটনার শিকার হলেন।