এভাবে শিক্ষার্থীরা মারা যাবে, এটা আর নিতে পারছি না : পার্থ
কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে দেশের বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল। আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। গত দুই দিনে বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ শোবিজ অঙ্গনের তারকারা। এই ইস্যুতে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন।
গতকাল মঙ্গলবার (১৬ জুলােই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক স্ট্যাটাসে পার্থ বড়ুয়া লিখেছেন, ‘এভাবে শিক্ষার্থীরা মারা যাবে, এটা আর নিতে পারছি না।’
ভক্ত-অনুরাগীরা এই পোস্টের কমেন্ট বক্সে এই শিল্পীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আজাদ কবির নামে এক অনুরাগী এই পোস্টের মন্তব্যে লেখেন, ‘দেশের এই সংকটজনক মুহূর্তে আমাদের শিল্পী সমাজ ও বুদ্ধিজীবীদের এগিয়ে আসা একান্ত প্রয়োজন।’
রাহাত নামে আরেক অনুরাগী তার মন্তব্যে লেখেন, ‘আপনাদের খুব প্রয়োজন এখন। আপনারা ৭১ এর জর্জ হ্যারিসন, বব ডিলান, রবি শংকর হয়ে উঠুন একেকজন। আপনাদের খুব প্রয়োজন।’
মো. ওমর ফারুক নামে অন্য এক অনুরাগী তার মন্তব্যের বক্সে লিখেছেন, ‘কিছু বলার ভাষা হারিয়ে ফেলছি। এতোটা বলবো আমি লজ্জিত।’
প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলন গতকাল মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয়। এতে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ও তাদের সব কলেজ বন্ধ ঘোষণা করেছে।