রাস্তায় নামার ঘোষণা চমকের
চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল। এক দফা এক দাবিতে রাজপথের আন্দোলনে শিক্ষার্থীরা। আর আন্দোলনের রেশ ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বিশেষ করে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে পুলিশ, ছাত্রলীগ ও আন্দোলনকারীদের সংঘর্ষে অসংখ্য শিক্ষার্থী আহত এবং ছয়জন নিহত হয়েছে।
এসব ঘটনায় হতবিহ্বল হয়ে পড়ছেন দেশ-বিদেশের সর্বস্তরের মানুষ। চলমান এই ইস্যুতে বেশ সরব দেশের শোবিজ অঙ্গন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
এ বিষয়ে বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, ‘আমি সারারাত জেগে আছি। ঢাবি আর জাবিতে কি চলছে ? কেউ কি আপডেট দিতে পারবেন ? কাল সকাল পর্যন্ত আমার ফেসবুক থাকবে কিনা জানি না। তবে, কাল থেকে আমি রাস্তায় নামবো আমার আন্দোলনকারী ভাইবোনদের সাথে।’
প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে সারা দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ও তাদের সব কলেজ বন্ধ ঘোষণা করেছে।