রাজপথে নামলেন সালমান মুক্তাদির
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে সারাদেশে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো এখন উত্তাল। এক দফা দাবিতে রাজপথে নেমে আসা শিক্ষার্থীদের কথা—রাজাকারবিষয়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে প্রত্যাহার করতে হবে। আন্দোলনকারীদের সংঘর্ষে অসংখ্য শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটেছে।
এমন পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাস্তায় নেমেছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। কোটা আন্দোলন নিয়ে শুরু থেকেই সামাজিক পাতায় বেশ সরব ছিলেন এই কনটেন্ট ক্রিয়েটর। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে, আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সালমান মুক্তাদিরকে দেখা গেছে। ভিডিওতে সালমান মুক্তাদিরকে আহত অবস্থায় দেখা গেছে।
এর আগে বুধবার (১৭ জুলাই) বিকেলে অন্যান্য অভিনয়শিল্পীদের নিয়ে মন্তব্য করেন এই কনটেন্ট ক্রিয়েটর। তিনি স্ট্যাটাসে লেখেন, ‘এত বড় আর্টিস্ট আপনারা, টিভি ইন্টারনেটে লাউড অ্যাক্টিং করেন ভালো কথা। কিন্তু এই যে একটা ঐতিহাসিক একটা মোমেন্টে যেটা সারা জীবনে একবার আসে, এ রকম নিরপেক্ষ এবং অস্পষ্ট পোস্ট করে অ্যাক্টিং করবেন না। খুব বাজে হচ্ছে।’
এর আগে অন্য একটি পোস্টে সালমান লিখেছিলেন, ‘এমন কোনো ছাত্র আছেন, যিনি আক্রান্ত হয়েছেন অথবা হলে ঢুকতে পারছেন না? আমি তোমাদের খেয়াল রাখব। তবে, লাখ লাখ মেসেজ বা পোস্টের মধ্যে তোমাদের ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব। তাই আমার ফ্রেন্ডলিস্টে আপনাদের কোন মিউচুয়াল ফ্রেন্ড আছে কি না দেখেন এবং আমাকে নক করেন।’
সালমান মুক্তাদির আরও বলেন, ‘আমি দুঃখিত যে আমি এখন সর্বোচ্চ করতে পারি। আপনার যদি থাকার জন্য একটি জায়গা প্রয়োজন হয় অথবা আপনার চিকিৎসা সেবা প্রয়োজন হয়। আমি এখানে। এই মাত্র কিছু ভিডিও দেখলাম যেখানে মানুষ তাদের হলে প্রবেশ করতে পারে না.. যদি এটা যথেষ্ট না হয় তাহলে আবার ক্ষমা চেয়ে নিন। আমি সত্যিই হৃদয় ভেঙেছি এবং বিব্রত। আমি সত্যিই জনপ্রিয় অথচ অকাজের হিসাবে লজ্জিত বোধ করি।’