সেন্সর বোর্ডে থাকছেন না আশফাক নিপুণ, যা বলছেন খিজির ও নওশাবা
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৫ সদস্যবিশিষ্ট সেন্সর বোর্ডের সদস্যের নাম প্রকাশ করা হয়েছে।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল প্রশ্ন ওঠে সদ্য গঠিত সেন্সর বোর্ড ও এর সদস্যদের নিয়ে। নির্মাতা আশফাক নিপুণ ও খিজির হায়াত খান এবং অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ বিতর্কের মুখে পড়েন। অভিযোগ, মূলত দুই নির্মাতা বরাবরই তীব্র প্রতিবাদ করে আসছিলেন সেন্সর প্রথা বিলুপ্তির জন্য।
এছাড়া সিনেমা সেন্সরের জন্য এই তিন তরুণ মুখের যোগ্যতা বা অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এরমধ্যে আশফাক নিপুণ এখনও আনুষ্ঠানিক কোনও সিনেমাও বানাননি। অন্য দুজনের সিনেমা জার্নিও সূচনা মাত্র।
এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন পরিচালক আশফাক নিপুন। ফেসবুকে দেওয়া এক পোস্টে ‘মহানগর’খ্যাত এই নির্মাতা বলেন, ‘সেন্সর বোর্ড আগামী কয়েক মাসের ভেতর সেন্সর সার্টিফিকেশন বোর্ডে রূপান্তরিত হবে বলে, আমাকে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়। আমি আজীবন চলচ্চিত্রে বা শিল্পে সেন্সর বোর্ড প্রথার বিরুদ্ধে।’
এই নির্মাতা বলেন, ‘আমি খুবই সম্মানিত বোধ করেছি মন্ত্রণালয় আমাকে বোর্ডের সদস্য হওয়ার যোগ্য মনে করেছিলেন। কিন্তু একটা মিস-কমিউনিকেশন হয়ে গেছে। আমি এই বোর্ডের অফিশিয়াল সদস্যপদ গ্রহণ করিনি। বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছি। তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে এই ব্যাপারে আমার কথা হয়েছে।’
সেন্সর বোর্ডের বিপক্ষে নিজের অবস্থানের কথা জানিয়ে আশফাক নিপুন বলেন, ‘সেন্সর বোর্ড বাতিলের পক্ষে আমার অবস্থান সর্বদা চলমান থাকবে। নবগঠিত সেন্সর বোর্ডের বাকি সদস্যরা যারা আমার কলিগ, তাদের সেন্সর বোর্ড বাতিল করে দ্রুত সেন্সর সার্টিফিকেশন বোর্ড বা গ্রেডিং সিস্টেম চালুর পক্ষে আমার শুভকামনা রইল।’
আলোচনা-সমালোচনার পর ‘ওরা ৭ জন’ নির্মাতা খিজির হায়াত খানের ফেসবুকে নতুন ভাষ্য, ‘সেন্সর বোর্ড নয়, সেন্সর সার্টিফিকেশন চাই। এটাই চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হিসাবে আমার এবং বাংলাদেশের প্রথম দাবি, চলেন আগে বাড়ি।’
কাছাকাছি সময়ে কাজী নওশাবা আহমেদ বলেন, ‘সেন্সর সার্টিফিকেশন চেয়েছি, চাইবো!’
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে জানা যায়, সেন্সর বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব ও সদস্য সচিবের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।
পদাধিকারবলে সদস্য হিসেবে থাকছেন- বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি। এর বাইরে সদস্যদের তালিকায় রয়েছেন চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু, নির্মাতা আশফাক নিপুন, নির্মাতা খিজির হায়াত খান, নির্মাতা তাসমিয়া আফরিন মৌ, নির্মাতা রফিকুল আনোয়ার রাসেল ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।
সদস্যের তালিকায় আরো রয়েছেন— আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিব/সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন।