সালমান খানের নিরাপত্তা নিয়ে কী জানালেন আরবাজ?
সম্প্রতি প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় অজিত পওয়ারপন্থী এনসিপি গোষ্ঠীর নেতা ও মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকিকে। আর সন্দেহ করা হচ্ছে এই ঘটনা ঘটিয়েছে বিষ্ণোই গ্যাং। ফলে চিন্তা বেড়েছে খান পরিবারের। আর সেই কারণেই বাড়ানো হয়েছে বলিউড ভাইজান সালমান খানের নিরাপত্তা। আর কী জানালেন আরবাজ?
সম্প্রতি আরবাজ খান জানিয়েছেন, তাঁদের পরিবার এখন একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, বিশেষ করে বাবা সিদ্দিকির হত্যার পর। তাঁরা সালমন খানের নিরাপত্তা নিশ্চিদ্র করেছেন বলেও জানান ভাইজানের দাদা।
ভারতীয় বিনোদনভিত্তিক টেলিভিশন চ্যানেল জুমকে দেওয়া একটি সাক্ষাৎকারে আরবাজ জানান, ‘আমরা ভালো আছি। কিন্তু খুব ভালো আছি এটা আমি বলতে পারব না কারণ এখন অনেক কিছু ঘটে চলেছে। স্বাভাবিকভাবে সবাই খুবই চিন্তিত। কিন্তু আমি তাও এর মাঝেও বান্দা সিং চৌধুরীর প্রচার করছি, এবং করে যাবও। এটা আমার ছবি, আগামী ২৫ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। আমায় নিশ্চিত করতে হবে যাতে ছবিটি মুক্তি পায়। অনেক কিছু হচ্ছে ঠিকই, কিন্তু যেটা করতে হবে, সেটা করতেই হবে আমায়।'
সালমান খানের নিরাপত্তার কথা বলতে গিয়ে আরবাজ বলেন, যেহেতু ভাইজান লরেন্স বিষ্ণোইয়ের হিট লিস্টে আছেন। তিনি এদিন সেই প্রসঙ্গে বলেন, ‘না, এটা ঠিকই যে আমরা সবাই খুব একটা ভালো নেই। কিন্তু সেটা করা সম্ভব সেটা করার চেষ্টা করছি সবাই। আমরা সবাই, মানে সরকার, আমরা সবাই চেষ্টা করছি যাতে ওকে (সালমান) নিরাপদে রাখা যায়। সবাই নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছে। এর বেশি এখন কিছু বলব না।’
প্রসঙ্গত, সালমান খান যে কেবলই লরেন্স বিষ্ণোইয়ের হিট লিস্টে আছে সেটা নয়। একই সঙ্গে তিনি বাবা সিদ্দিকির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। স্বাভাবিকভাবে বাবা সিদ্দিকির হত্যার পর তাঁর পরিবার থেকে শুরু করে অনুরাগী সকলে ভীত হয়ে রয়েছেন।