যে ৫ কারণে দেখবেন অনম বিশ্বাসের ‘রঙিলা কিতাব’
বরিশালের একটা মফস্বল শহরে প্রদীপ ও সুপ্তির সুখের সংসার। নতুন জীবন শুরু হওয়ার আগেই মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। গর্ভবতী সুপ্তিও ছুটতে থাকে তার প্রাণ প্রিয় স্বামীর সাথে। এমনই এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে অনম বিশ্বাসের ‘রঙিলা কিতাব’। কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’ এর ছায়া অবলম্বনে ৮ পর্বের এই সিরিজ নির্মিত হয়েছে; যা আজ (৮ নভেম্বর) থেকে দেখা যাচ্ছে হইচইতে।
প্রদীপ ও সুপ্তির চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান ও পরী মণি। সঙ্গে আরও আছেন ফজলুর রহমান বাবু, তানভিন সুইটি, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, শিমুল শর্মাসহ এক ঝাক অভিনেতা।
পরীর প্রথম সিরিজ সঙ্গে অনম বিশ্বাসের নির্মাণ আর দারুণ ট্রেইলারের পর; দর্শকদের আগ্রহ জন্মেছে এই সিরিজকে ঘিরে। চলুন জেনে নেওয়া যাক যে ৫ কারণে দেখবেন ‘রঙিলা কিতাব’।
ভিন্ন এক অনম বিশ্বাস
নিজের ছকের বাইরে এই ধরনের গ্যাংস্টার গল্পে প্রথম কোন কিছু নির্মাণ করছেন অনম বিশ্বাস। আর প্রথম অ্যাকশনধর্নী নির্মাণেই চমক দেখিয়েছেন পরিচালক। নিজের জনরা থেকে বাইরে গিয়ে প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন অনম।
ব্যাকগ্রাউন্ড স্কোরের টান
তরুণ সংগীত পরিচালক রুসলান রেহমান এই সিরিজের সংগীত পরিচালনা করেছেন। সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোরের টান সিরিজে ভিন্নমাত্র যোগ করেছে। এই তরুণ এর আগে তাকদীর, জাগো বাহে, কারাগার, গুটি, অগোচরার মতো জনপ্রিয় ওয়েব কনটেন্টে কাজ করেছেন।
মোস্তাফিজুর নূর ইমরানসহ অন্যদের দুর্দান্ত অভিনয়
সিরিজজুড়ে মোস্তাফিজুর নূর ইমরানের দারুণ পারফর্ম করেছেন। তিনিই মূলত সিরিজের টান ধরে রেখেছেন, আর সেটা আরও বাড়িয়েছেন ফজলুর রহমান বাবু। মনোজ প্রামাণিকও তাঁর প্রতিভা দেখিয়েছেন।
পরী মণির প্রথম সিরিজ
সিরিজের গল্প পরী মণিকে ঘিরে। গর্ভবতী সুপ্তি চরিত্রে পরী মানিয়ে নিয়েছেন বেশ। বাস্তাব জীবনের অভিজ্ঞতা দিয়ে নিজের প্রথম সিরিজে দাগ ফেলেছেন। তবে এই ক্রেডিটের কিছুটা পাবেন অনম বিশ্বাসও।
টানটান গল্প
কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’ এর ছায়া অবলম্বনে এই সিরিজ। তবে পরিচালক মূল গল্প থেকে অনেকটাই বেরিয়ে এসে নিজেদের মতো করে সাজিয়েছেন। মূল উপন্যাসে একটা সাবপ্লট এই সিরিজ। দর্শক একবার সিরিজটি দেখা শুরু করলে পরের ঘটনা জানতে আগ্রহী হয়ে উঠবেন প্রতি পর্বেই।