‘রঙিলা কিতাব’ দর্শক এক বসায় দেখে ফেলেছে : অনম বিশ্বাস
বরিশালের একটা মফস্বল শহরে প্রদীপ ও সুপ্তির সুখের সংসার। নতুন জীবন শুরু হওয়ার আগেই মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। গর্ভবতী সুপ্তিও ছুটতে থাকে তার প্রাণ প্রিয় স্বামীর সাথে। এমনই এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে অনম বিশ্বাসের ‘রঙিলা কিতাব’। কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’ এর ছায়া অবলম্বনে ৮ পর্বের এই সিরিজ নির্মিত হয়েছে; যা ৮ নভেম্বর থেকে দেখা যাচ্ছে হইচইতে।
প্রদীপ ও সুপ্তির চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান ও পরী মণি। সঙ্গে আরও আছেন ফজলুর রহমান বাবু, তানভিন সুইটি, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, শিমুল শর্মাসহ এক ঝাক অভিনেতা।
মুক্তির পর থেকে সিরিজটি নিয়ে দর্শকদের ভালো লাগার কথা দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। দর্শকদের কেমন ভালো লাগছে ‘রঙিলা কিতাব’? এই প্রশ্ন রাখা হয়েছিল সিরিজটির পরিচালক অনম বিশ্বাসের কাছে।
এনটিভি অনলাইনকে অনম বিশ্বাস জানিয়েছেন, ‘রঙিলা কিতাব’ দর্শক ভালোবেসেছে। এক বসায় দেখে ফেলেছে সবাই। বিঞ্জ ওয়াচ যাকে বলে। ওটিটি’র দর্শক যেকারণে ওটিটি পছন্দ করে ‘রঙিলা কিতাব’ তেমনই টান টান। তাঁরা পরী মণিকে নতুন করে আবিষ্কার করেছে সুপ্তি চরিত্রে। তাঁরা নূর ইমরানের সাহসিকতা আর সারল্যে মুগ্ধ হয়েছে। তাঁরা গল্পের টানা পোড়েনের ভেতর ডুবে যেতে পেরেছে। বিভিন্ন চরিত্রে ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক সহ অন্যদের তাঁরা নতুন চেহারায় দেখে এনজয় করেছে। তাঁরা ফাইটের দৃশ্য গুলোতে মজা পেয়েছে, বাংলাদেশের না দেখা কিছু সৌন্দর্য্যকে খুঁজে পেয়েছে। রিলিজের কয়েক ঘন্টা পর থেকে পরী মণি পেয়েছেন একের পর এক শুভেচ্ছাবার্তা। প্রায় নাকি ঈদের মতো এক আনন্দের অভিজ্ঞতা। সোশ্যাল মিডিয়ায় একের পর এক রিভিউ আর মিম দেখে বোঝা যায় ‘রঙিলা কিতাব’ ডুবে গেছেন দর্শক।