অবশেষে দেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘রিকশা গার্ল’
দেশের সিনেমাপ্রেমী দর্শকদের দীর্ঘ অপেক্ষার পালা শেষ হলো। নির্মাতা অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ চলচ্চিত্র এবার মুক্তি পাচ্ছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মিত এই সিনেমা ২০২০ সালে দেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে বদলে যায় সেই পরিকল্পনা।
রবিবার (১২ জানুয়ারি) ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রের নতুন ট্রেলার প্রকাশের পাশাপাশি ঘোষণা করা হয় দেশে চলচ্চিত্রটির মুক্তির তারিখ। আগামী ২৪ জানুয়ারি থেকে দেশের সিনেমা হলগুলোতে দর্শকরা ‘রিকশা গার্ল’ উপভোগ করতে পারবেন।
অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ সিনেমার গল্প তৈরি হয়েছে শিল্পীমনা নারী নাঈমাকে ঘিরে। ছবি আঁকতে পছন্দ করে সে কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হলে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় তার। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই নাঈমা উপায়ন্তর না পেয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয়। জটিল হতে থাকে সিনেমার গল্প। প্রশ্ন এসে দাঁড়ায় নাঈমা কীভাবে তার স্বপ্ন পূরণ করবে!
এই সিনেমায় রিকশা গার্লের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। চলচ্চিত্রটিতে আরো রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে। নাইমার মায়ের চরিত্রে দেখা যায় মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে নরেশ ভূঁইয়াকে।
ট্রেলার প্রকাশের পরই আমেরিকা ও বাংলাদেশের প্রথম যৌথ প্রযোজনার পূর্ণদৈর্ঘ্য এই ছবি নিয়ে সিনেমা পাড়ায় আগ্রহ তৈরি হয়। এখন চলছে অনলাইনে শোরগোল! ট্রেইলার ও পোস্টার আপলোড করার পর পরই আলোড়ন ছড়িয়ে পড়েছে নেট দুনিয়াতে, বলেন নির্বাহী প্রযোজক মো. আসাদ্দুজামান।
ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে বঙ্গ। চলচ্চিত্রটি দর্শকদের মনে কতটা আবেদন তৈরি করবে তা জানা যাবে মুক্তির পরই!