মায়ের নামে মসজিদ নির্মাণ করেছেন ডিপজল
অভিনয়ের বাইরে সামাজিক কর্মকাণ্ডের জন্যও বেশ নামডাক আছে মনোয়ার হোসেন ডিপজলের। এবার মায়ের নামে মসজিদ নির্মাণ করেছেন এই অভিনেতা, কাজ চলছে মাদরাসা নির্মাণেরও।
গাইবান্ধার বাদিয়াখালীর তালুক রিফাইতপুর স্টেশনে ডিপজল মসজিদ নির্মাণ করেছেন। অভিনেতার মা মরহুমা হাজী জবেদা বেগমের নামে মাদানিয়া মসজিদ কমপ্লেক্সের নির্মাণকাজ শেষ হয়েছে। ২০২৩ সালে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। সম্প্রতি এর নির্মাণকাজ শেষ হয়।
ডিপজলের দেওয়া এক ফেসবুক পেজের পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
জানা গেছে, মসজিদ নির্মাণ শেষে সেখানে এখন মাদরাসা নির্মাণের কাজ চলমান। পুরো মাদরাসা পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন ডিপজল নিজেই। বিভিন্ন সময়ে ডিপজলের সেবামূলক কাজের কথা সামনে এসেছে।
২০১৯ সালের অক্টোবরে এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপে সামাজিক কর্মকাণ্ড নিয়ে ডিপজল বললেছিলেন, এখন তেমন কর্মকাণ্ড নেই। মসজিদ-মাদ্রাসা-এতিমখানায় সহযোগিতা করে যাচ্ছেন। যতদিন বেঁচে থাকবেন তাঁর সাহায্যের হাত অবারিত থাকবে, এই প্রতিশ্রুতি দিলেন জনপ্রিয় এ অভিনেতা।