‘গোলাপ’ হয়ে আসছেন নিরব
এবার ফুলের নামে নতুন এক সিনমার ঘোষণা এলো বাংলাদেশে। ‘গোলাপ’। রোববার সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো এতে নায়ক হিসেবে থাকছেন নিরব।
অনিক বিশ্বাসের চিত্রনাট্যে সিনেমাটি পরিাচলনা করবেন সামসুল হুদা। চিত্রনাট্য করেছেন এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যানাউন্সমেন্ট পোস্টার শেয়ার করে পরিচালক জানিয়েছিলন, ‘লোকে কি ভাবে সেটা মুখ্য না, গোলাপ যেটা বলবে সেটাই চেতনা!
ফুলের নামে যেহেতু নাম পোস্টারেও ‘পুষ্পা’ সিনেমার কিছুটা আবহ পাওয়া গেছে। তাহলে কি ভারতীয় পুষ্পার আদলে নির্মিত হচ্ছে সিনেমাটি? প্রশ্নের উত্তরে নির্মাতা বললেন, এখনই সিনেমাটি সম্পর্কে তেমন কিছু বলতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, সাসপেন্স থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে এটি। কোনো সিনেমার অনুকরণে নয়। মৌলিক গল্পের সিনেমা হবে এটি।
জানা গেছে, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে সিনেমাটির শুটিং শুরু হবে। ঢাকা, সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হবে।