অণ্ডকোষের রোগ প্রতিরোধের উপায়
অনেকেই অণ্ডকোষের বিভিন্ন সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে অণ্ডকোষের নানা রোগ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে অণ্ডকোষের নানা রোগ ও প্রতিকার সম্পর্কে বলেছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আজফার উদ্দীন শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
অণ্ডকোষের রোগ প্রতিরোধের উপায় কী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. আজফার উদ্দীন শেখ বলেন, প্রতিরোধের উপায় হচ্ছে ইউরিনের ইনফেকশন যাতে না হয়, সেটা করতে হবে। অণ্ডকোষে যাতে কোনও আঘাত না লাগে। ট্রমা যাতে না হয়, সেটা করতে হবে। অনেক সময় টেম্পারেচারের কথা বলি। অনেকে সিনথেটিক আন্ডারগার্মেন্ট ইউস করেন, এগুলো না পরে কটনের পরতে হবে।
ডা. আজফার উদ্দীন শেখ বলেন, আরেকটা জিনিস বলতে চাই, এই যে বন্ধ্যত্ব হয়, কতগুলো টেস্টিকুলার প্রবলেমের জন্য। একটা হচ্ছে প্রাইমারি টেস্টিকুলার ফেইলিউর। এটা হচ্ছে অণ্ডকোষে শুক্রাণু তৈরি হচ্ছে না। এটা একটা অসুখ। আরেকটা অসুখ হচ্ছে শুক্রাণু তৈরি হচ্ছে, কিন্তু নালি দিয়ে আসছে না। ওখানে ব্লক হয়ে আছে। এ জন্য বাচ্চাকাচ্চা হচ্ছে না। এটাকে মেল ইনফার্টিলিটি বলে। প্রতিকারব্যবস্থা আছে। এটা অধিকাংশ ক্ষেত্রে ভালো হয়ে যায়। নালি ব্লক থাকলে আমরা ব্লকটা ছুটিয়ে দিই। অনেক সময় একটা নালির সাথে আরেকটা নালি জোড়া লাগিয়ে দিই।
অণ্ডকোষের সমস্যা ও প্রতিকার এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।