আঘাতে নখের নিচে রক্ত জমলে কী করণীয়
শরীরের প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ। অনেকে নখের বিভিন্ন সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে নখের যাবতীয় সমস্যা ও প্রতিকার সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে নখের যাবতীয় সমস্যা ও প্রতিকার সম্পর্কে বলেছেন বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে স্কিন অ্যান্ড লেজার বিভাগের কনসালটেন্ট ডা. মো. রোকন উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
অনেক সময় নখ আঘাতপ্রাপ্ত হয় এবং নখের নিচে রক্ত জমে যায় ও ধীরে ধীরে নখটি মারা যেতে থাকে। সে ক্ষেত্রে কী করণীয়। সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মো. রোকন উদ্দিন বলেন, আমরা সাধারণত যেটা করি, নখের ব্লিডিং বের করার জন্য ছোট্ট একটা ছিদ্র করি। সে ক্ষেত্রে টোটাল নখের স্ট্রাকচার, নখটা রয়ে যাচ্ছে। আমি যদি নখের নিচের ব্লিডিংয়ের জন্য পুরো নখটা সরিয়ে ফেলি, তাহলে ছয় মাসের জন্য অরক্ষিতভাবে আঙুলটাকে ছেড়ে দিলাম। ট্রমা হয়ে ইনফেকশন হতে পারে। পায়ের নখের ক্ষেত্রে দেড় বছর। যদি সম্ভব হয় নখটাকে রেখে ছোট্ট কোনও ছিদ্রের মাধ্যমে রক্ত বের করে নিতে আসতে হবে। সেটা ছয় ঘণ্টার মধ্যে করা গেলে নখটাও বেঁচে থাকে, আর কোনও সমস্যা হয় না।
নখের পরিচর্যা কতটা জরুরি, সার্বিকভাবে নখকে কীভাবে সুস্থ রাখা যায়। সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মো. রোকন উদ্দিন বলেন, নখের যে পার্টটা স্কিনের সাথে লাগানো থাকে, অনেক সময় আমরা দেখি পার্টগুলো খুলে আমরা পরিষ্কার করার চেষ্টা করি। এটা কিন্তু করা যাবে না। এটা আমাদের সিলড অংশ, নখের সাথে যে স্কিনটা আটকানো থাকে, এই সিলড থাকার জন্যই ভেতরে বিভিন্ন ইরিট্যান্ট কম্পোনেন্ট, পানি, ডিটারজেন্ট—বিভিন্ন জিনিস ঢুকতে পারে না, যা নখের ইনফেকশন থেকে রক্ষা করছে। অনেক সময় আমরা বিভিন্নভাবে যত্ন নিতে গিয়ে রাফ করা বা ওপেন করে দেওয়া; এগুলো পরিহার করতে হবে। আর নখ কাটাটা ভালো করে খেয়াল রাখতে হবে। যখন স্কিনের সামনে আসবে, তখন নখটা কাটব। আর যদি স্কিনের সামনে না আসে, সমস্যা হয়, তখন অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের হেল্প নেব।
নখের যাবতীয় সমস্যা ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।