আপনার বাসা ও স্কুল কি শিশুবান্ধব
শরীরের মতোই মনের স্বাস্থ্য বিবেচনা করা গুরুত্বপূর্ণ। পূর্ণ বয়স্ক ব্যক্তির যেমন মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা দরকার, তেমনই শিশুর মানসিক স্বাস্থ্যের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব, শিশুর মানসিক স্বাস্থ্যের কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে শিশুর মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন টেক কেয়ার হসপিটালে মেন্টাল হেলথ অ্যান্ড রিলেশনশিপ কাউন্সিলর এবং জেড এইচ সিকদার উইমেন্স মেডিকেল কলেজের ফিজিওলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাদিয়া আফরিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
সাধারণত শিশুদের মানসিক স্বাস্থ্যের সাথে কোন কোন বিষয়গুলো জড়িত, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. নাদিয়া আফরিন বলেন, একজন শিশু সারা দিনের বেশির ভাগ সময় থাকে বাসায় ও স্কুলে। বাসার পরিবেশ ও স্কুলের পরিবেশ শতভাগ শিশুবান্ধব হতে হবে। বাসায় বাবা-মা ও আর যাঁরা থাকেন, যাঁরা পারিবারিক সদস্য আছেন এবং স্কুলের শিক্ষকদের ভূমিকা এ ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ।
সেটি কোন বয়স থেকে নিশ্চিত করতে হয়, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. নাদিয়া আফরিন বলেন, একজন শিশু যখন জন্মগ্রহণ করে, তখন থেকে ধীরে ধীরে তার ফিলিংস তৈরি হয়ে যায়। দেখা যায়, প্রথমে আমাদের কী হয়, ক্ষুধার অনুভূতি হয়। খিদে লাগলে বাচ্চাটা কাঁদে। ধীরে ধীরে যখন আমরা বাচ্চাটার সামনে গিয়ে হাসব, কথাবার্তা বলব, সে আমাদের সাথে ইনট্যারেক্ট করবে, তখন থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং চাইল্ড ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট হতে হবে। ইদানীং চাইল্ড অ্যাবিউস নিয়ে খুব কথা হচ্ছে। চাইল্ড অ্যাবিউস বা শিশু নির্যাতন বলতে আমরা কয়েকটি বিষয় ফোকাস করতে পারি। বিভিন্ন ক্যাটাগরি আছে।
ডা. নাদিয়া আফরিন বলেন, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, আমরা চাইল্ড অ্যাবিউসকে কয়েক ভাগে ভাগ করতে পারি। যেমন ফিজিক্যাল অ্যাবিউস বা শারীরিকভাবে বাচ্চাকে যদি অ্যাবিউস করা হয়। তারপর আছে মেন্টাল অ্যাবিউস বা মানসিকভাবে তাকে যদি অ্যাবিউস করা হয়। সেক্সুয়াল অ্যাবিউস, এটা খুবই গুরুত্বপূর্ণ। আরও আছে, বাচ্চাদের নেগলেক্ট করা। সেটাও কিন্তু অ্যাবিউসের ভেতর পড়ে। বর্তমানে বুলিং, বুলিংও একধরনের অ্যাবিউস। বাচ্চারা স্কুলে গিয়ে বুলিংয়ের শিকার হচ্ছে। শুধু স্কুলে নয়, সাইবার বুলিং এখন হয়।
শিশু নির্যাতন সম্পর্কে আরও জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।