আলসার থেকে ওরাল ক্যানসার, প্রতিকার কী
অনেকেই বিভিন্ন ধরনের ক্যানসারে ভুগে থাকেন। যেমন ব্লাড ক্যানসার, লিভার ক্যানসার, ব্রেস্ট ক্যানসার ইত্যাদি রোগে ভুগে থাকেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে ওরাল ক্যানসার সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ওরাল ক্যানসার প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে বলেছেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হসপিটালে ক্যানসার বিভাগের সহকারী অধ্যাপক ডা. লুবনা মরিয়ম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
ওরাল ক্যানসারের জন্য কী কী কারণ দায়ী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. লুবনা মরিয়ম বলেন, মুখগহ্বরের ক্যানসারের অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ভাইরাল ইনফেকশন। যেমন হিউম্যান পপিলোমাভাইরাস আছে, এটা ক্যানসারের বড় একটা কারণ। ওরাল হাইজিন মেইনটেইন করলে ইনফেকশন হওয়ার চান্স কমে যায়। দ্বিতীয় হচ্ছে স্মোকিং। সেটা স্মোকলেস টোব্যাকো হতে পারে। যেমন পান-জর্দা-সুপারি স্মোকলেস টোব্যাকো। আরেকটা হচ্ছে স্মোক টোব্যাকো। এটা সিগারেট স্মোকিং। এগুলো মুখের মধ্যে যত বার ইনহেল করছি, এটা মুখের মধ্যে যাচ্ছে, মুখে মিউকোসেটা আছে, সেখানে ইরিটেট করে। সুতরাং প্রতিবার নেওয়ার সময়ই—পান খেলেও ক্ষত তৈরি করে এবং বারবার ক্ষত তৈরি করাটা—এটা থেকে আস্তে আস্তে মুখে আলসার তৈরি হয়। পরবর্তীতে সেই আলসারটা ক্যানসারে রূপান্তর হয়ে যায়।
ডা. লুবনা মরিয়ম আরও বলেন, আরেকটা বিষয় হচ্ছে দাঁত। দাঁতের যত্নে সচেতন হতে হবে। যদি চোখা দাঁত থাকে বা ভেঙে যায়, ওই দাঁতের যদি ট্রিটমেন্ট না নিই; ট্রিটমেন্ট বলতে হয় দাঁত তুলে ফেলতে হবে অথবা চোখা দাঁতটাকে মসৃণ করতে হবে। ডেন্টিস্টরা আরও ভালো বলবেন। দাঁতের হাইজিন মেইনটেইন করতে হবে। শার্প কোনও কিছু মুখে রাখা যাবে না।
মুখে প্রথমে ছোট ছোট আলসার তৈরি হয়, ক্ষত তৈরি হয় এবং এটি ক্যানসারে রূপ নিতে কত সময় লাগে? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. লুবনা মরিয়ম বলেন, রিস্ক ফ্যাক্টরের কথা যেসব বলেছি, সেসব লম্বা সময়ের ভেতর ধরেই ক্যানসারে রূপান্তর হয়। ক্যানসার হওয়ার আগে কিছু কন্ডিশন আছে, যেগুলোকে প্রি-ক্যানসারাস কন্ডিশন বলে, তার মধ্যে একটা হচ্ছে লিকোপ্লাকিয়া, ইরাইথ্রোপ্লাকিয়া; তার মানে মুখগহ্বরের ভেতরে সাদা সাদা প্যাচ থাকে, সাদা সাদা আলসারের মতো দেখা যায়। ওটা তখনও পুরোপুরি ক্যানসার হয়ে যায়নি, কিন্তু সেটা প্রি-ক্যানসার স্টেজ বলি আমরা। আরেকটা আছে রেড প্যাচ, যেটা ইরাইথ্রোপ্লাকিয়া বলছি, ওটাও কিন্তু প্রি-ক্যানসারাস কন্ডিশন। এগুলো থেকে যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে ক্যানসারে রূপান্তর হবে না। সুতরাং আগে ডায়াগনসিস করে আমরা ক্যানসার প্রিভেন্ট করতে পারি।
ওরাল ক্যানসার কী, এর লক্ষণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।