এনাল ফিসার না পাইলস, কোন রোগে ভুগছেন?
অনেকে এনাল ফিসারের সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এনাল ফিসার ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এনাল ফিসার নিয়ে কথা বলেছেন বাংলাদেশ স্পেশালাইজড মেডিকেল কলেজের কোলোরেক্টাল সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. মোহাম্মদ শাহরিয়ার ফয়সাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. মোহাম্মদ শাহরিয়ার ফয়সাল বলেন, পায়খানার রাস্তার ক্ষেত্রে এনাল ফিসার খুব কমন একটি সমস্যা। রোগীরা এসে বলে যে তীব্র জ্বালাপোড়া, ব্যথা পায়খানার রাস্তায়। অনেক সময় ধরে এটি থাকে, বসতে কষ্ট হয়। এর সাথে রোগীরা বলে রক্ত যায়। অনেক রোগীই বলে পাইলস হয়েছে। এটা এনাল ফিসার, পাইলসে সাধারণত ব্যথা থাকে না। এনাল ফিসারটা আসলে কিছুই না। পায়খানা কষা হওয়ার পরে যখন পায়খানার রাস্তার শেষ প্রান্তে কোনও একটি অংশ ফেটে যায় বা চিঁড়ে যায়; এটা পায়খানার রাস্তার সামনে হতে পারে, পেছনেও হতে পারে।
এনাল ফিসার ও পাইলসের মধ্যে পার্থক্য কী। সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মোহাম্মদ শাহরিয়ার ফয়সাল বলেন, দুইটার ক্ষেত্রেই রক্ত যায়। ফেটে গেলে রক্ত যাবেই। পাইলসের ক্ষেত্রে যেটা হয়, রেক্টাম ও এনাল ক্যানালের মাঝে ব্লাড ভ্যাসেল বা রক্তনালী থাকে। যখন কষা থাকে, তখন ওগুলো ফেটে রক্ত যায়। তবে সেখানে কিন্তু পায়খানার রাস্তার কোনও জায়গা ফাটে না, পাইলসের ক্ষেত্রে। কিন্তু ফিসারের ক্ষেত্রে রক্তনালীতে নয়, ক্যানালে ফেটে যায়। সেখান থেকে রক্ত যায় এবং ব্যথা হয়। এটা হলো এনাল ফিসার।
এনাল ফিসারের উপসর্গ, হওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।