কখন নবজাতককে গোসল করাবেন?
নবজাতককে গোসল করানো যাবে কবে, এ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। এ বিষয়ে আজ আমরা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক এক আয়োজনে এ বিষয়ে পরামর্শ দিয়েছেন ডা. ওমর ইবনে হাসান। তিনি বলেন, সাধারণত বাসায় চলে যাওয়ার পরে সাত থেকে ১০ দিন, ভালো হয় যে... সাধারণত পাঁচ থেকে সাত দিনের মধ্যে নাভিটা পড়ে যায়, তার পরে গোসল করলে সবচেয়ে ভালো। সাত দিনের আগে নয়। এটার কারণ একটা হচ্ছে যে শরীরে তার যে বডি ইমিউনিটি, শরীরে যে লাইকারগুলো লেগে থাকে, আগে যেটা ছিল ট্র্যাডিশনাল, ডাক্তারটা যেটা করতেন, আমরা যখন ছাত্র ছিলাম বা তারও আগে, একদম ভালো করে লিকুইড প্যারাফিন দিয়ে পরিষ্কার করে মাকে দিতাম। কিন্তু এখন তা বলে না। এখন শুধু ড্রাই করবে বা শুকাবে। নট ক্লিন। আমার মতে, সাত থেকে ১০ দিন তাকে গোসল না করিয়ে রেখে দিলে তার বডি ইমিউনিটিটাও বৃদ্ধি পাবে।