কম বয়সী ছেলেমেয়েদের হাইপারটেনশনের কারণ কী
অনেকে হার্টের সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব কীভাবে হার্টকে ভালো রাখা যায়। সেই সঙ্গে জানব কম বয়সী ছেলেমেয়েদের হাইপারটেনশনের কারণ কী।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে কার্ডিয়াক হেলথ নিয়ে কথা বলেছেন ক্লিনিকুম ওয়েসবার্গ মিটে জুলিয়াসপিটাল, জার্মানির ইন্টারনাল মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডক্টর শরীফা শারমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
কম বয়সী ছেলেমেয়েদের হাইপারটেনশনের কারণ কী, সঞ্চালকের এই প্রশ্নের জবাবে ডা. শরীফা শারমিন বলেন, ইয়াং বয়সে যাদের হাইপারটেনশন হচ্ছে, সে ক্ষেত্রে কিছু হরমোনাল প্রবলেম থাকতে পারে। মোস্টলি আমরা যেটা বলে থাকি, প্রাইমারি যে হাইপারটেনশন, সেটা হচ্ছে—উই ডোন্ট নো দ্য রিজন, সেটা ৯৫ পারসেন্ট ক্ষেত্রে। ফাইভ টু টেন পারসেন্ট হাইপারটেনশন আছে, যেগুলোর রিয়েলি কারণ আছে। যেমন হরমোনাল কারণ থাকতে পারে। আমাদের গ্রোথ হরমোন আছে; আমাদের থাইরয়েড হরমোন, সেটার কারণে অনেক সময় হাইপারটেনশন ইনডিউস হয়। অথবা আমাদের কিডনিতে কিছু হরমোন আছে। আরেকটা আছে, সেটা কর্টিসন। কিডনি থেকে উইদাউট এনি রিজন অনেক কর্টিসন হরমোনাল ইমব্যালেন্সের জন্য সিক্রেশন হয়। সেটার কারণে হাইপারটেনশন হতে পারে।
ডা. শরীফা শারমিন আরও বলেন, হাইপারটেনশন যাদের ইয়াং এজে হয়, যেটা আমরা সাজেস্ট করব, কারণটা আগে খুঁজে দেখার জন্য। হরমোনের টেস্ট করতে হবে, বিভিন্ন ধরনের আলট্রাসনোগ্রাম টেস্ট আছে এবং আরেকটা টেস্ট আছে, যেটা ব্রেইনে অনেক সময় টিউমার হয়, সেটা থেকেও আমাদের ইনডাইরেক্টলি কর্টিসন সিক্রেট হয় এবং সেটার কারণে হাইপারটেনশন হতে পারে।
হাইপারটেনশন কী, কম বয়সী ছেলেমেয়েদের হাইপারটেনশনের কারণ কী এবং এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।