কম বয়সি মেয়েদের চকলেট সিস্ট হয় কেন?
অনেক নারীই চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস রোগে আক্রান্ত। ইদানীং কম বয়সি মেয়েরাও এ রোগে আক্রান্ত হচ্ছে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জেনে নেব চকলেট সিস্ট কী, কেনই বা হয়।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস সম্পর্কে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইনফার্টিলিটি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা দীবা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস বর্তমানে অনেক বেশি দেখা যাচ্ছে এবং কম বয়সি মেয়েদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে গাইনোকলোজিক্যাল প্রবলেম অনেক বেশি হচ্ছে। এই চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস আসলে কী। সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. ফারজানা দীবা বলেন, আসলে চকলেট সিস্ট যখন বলছেন, তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা চকলেট কালারের। তো চকলেট কালারের একটা সিস্ট, যেটা ওভারিতে হয়। কেন চকলেট কালারের হয়? কারণ, এর মধ্যে রক্ত জমে। রক্ত জমে অনেক দিন থাকার ফলে এটা চকলেট কালার বা ব্রাউন কালার হয়ে যায়। তখন এটাকে আমরা চকলেট সিস্ট বলি। মেডিকেল টার্মে এটাকে আমরা বলি এন্ডোমেট্রিওসিস।
ডা. ফারজানা দীবা বলেন, চকলেট সিস্ট ইয়াং বয়সে যেমন দেখা যায়, সেই সাথে রিপ্রোডাক্টিভ এজ, মানে যখন মানুষের বাচ্চা হবে, তখনও কিন্তু এই রোগটা নিয়ে আমাদের কাছে আসে। কাজেই এন্ডোমেট্রিওসিস এখন ডায়াগনোসিস হচ্ছে, অনেকের পাওয়া যাচ্ছে। কষ্টের কথা হচ্ছে এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট খুবই কঠিন, ব্যয়বহুল এবং সেই সাথে এই ট্রিটমেন্ট সব সময় যে ইফেক্টিভ হবে, তাও কিন্তু না।
স্পেসিফিকভাবে কাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি দেখা দেয়, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. ফারজানা দীবা বলেন, আমরা যখন ইয়াং মেয়েদের পাই, তখন এন্ডোমেট্রিওসিস নিয়ে একটু চিন্তা করি। কারণ, এই মেয়েগুলো অনেক বেশি ডিজমেনোরিয়া বা মাসিকের ব্যথায় কষ্ট পায়। কারণ, এন্ডোমেট্রিওসিস কেন হয়, যদি আপনাকে বলি, সেটা হচ্ছে যে আমাদের যেমন মাসিকের সময় ব্লাডটা বাইরে চলে আসে, প্রত্যেক মাসে সাত দিন ব্লাডটা কিন্তু বাইরে আসে, যে ব্লাডটা জরায়ুতে জমা হচ্ছিল। এন্ডোমেট্রিওসিস যাদের হয়, এই ব্লাডটা যেমন বাইরে আসে, কিছুটা ভেতরের দিকেও যায়। পেটের ভেতরে যায়। পেটের ভেতরে যাওয়ার ফলে ওভারি যে আছে, জরায়ুর দুই পাশে দুটি ডিম্বাশয়, ওখানে জমা হয়। জমা হওয়ার ফলে যেটা হয়, ওখানে তো বের হওয়ার কোনও জায়গা নেই, এ ব্লাডটা জমতে জমতে একটা পর্যায়ে সিস্ট ফরমেশন করে। এই সিস্টটাই এন্ডোমেট্রিওসিস।
ডা. ফারজানা দীবা বলেন, এন্ডোমেট্রিওসিস খুব পেইনফুল। একটা বদ্ধ জায়গায় রক্তটা জমা হচ্ছে। কাজেই যখন মাসিক হয়, এই মেয়েগুলো অনেক ক্ষেত্রে স্কুলে যেতে পারে না, স্কুল মিস করে। যাঁরা চাকরি করেন, তাঁরা অফিস মিস করেন। যাঁরা ইউনিভার্সিটিতে পড়েন, ইউনিভার্সিটি মিস করেন। এই পরিমাণ পেইনফুল থাকে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা তো প্রত্যেক মাসে মাসিকের সাথে রিলেটেড। যত বেশি মাসিক হচ্ছে, ব্লাডটা আরও বেশি জমছে। আরও সিস্টটা বড় হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে অপারেশন লাগছে। অপারেশনের অংশ হিসেবে ওভারির কিছু অংশ কেটে ফেলে দিতে হচ্ছে।
চকলেট সিস্ট কী, কেন হয় ও এ থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে আরও জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।