করোনাকালে গর্ভধারণ কতটা নিরাপদ?
নভেল করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গে নাকাল পুরো বিশ্ব। এ সময় অনেক নারীই গর্ভধারণ করছেন। এ সময় গর্ভধারণ কতটুকু নিরাপদ?
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘স্বাস্থ্য প্রতিদিন’-এর একটি পর্বে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সাবিনা পারভীন।
করোনাকালে গর্ভধারণ কতটুকু নিরাপদ? সঞ্চালক ডা. শারমিন জাহান নিটোলের প্রশ্নের জবাবে ডা. সাবিনা পারভীন বলেন, গর্ভধারণের বিষয়টা যদি বলতে হয়, তাহলে আমাদের বলতে হবে যে কোভিড-১৯ বাচ্চার ওপর যে কী ইফেক্ট করে, তার তেমন কিন্তু স্টাডি নেই। যে জন্য আমরা গত বছর থেকে মায়েদের বলছি, আপনারা বাচ্চা ধারণ করাটা বন্ধ রাখেন আপাতত। যেহেতু এই লকডাউনের সময় দেখা গেছে যে অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্সির পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল। তখন আমাদের ওজিএসবি থেকে বারবার আমরা আহ্বান জানাচ্ছিলাম মায়েদের, আপনারা জন্মনিয়ন্ত্রণের এমন অস্থায়ী ব্যবস্থা নিন, যা প্রায় ১০০ ভাগ নিরাপদ। এবং যারা কনসিভ করে ফেলেছিল, তাদেরকেও আমরা বারবার বলেছি যে আপনারা রেগুলার চেকআপের প্রয়োজন নেই, রেগুলার চেকআপটা আমরা কমিয়ে এনেছিলাম। এবং সে সময় অবশ্যই সোশ্যাল ডিসট্যান্সিং মেইনটেইন করা, ঘর থেকে বের না হওয়া এবং যতটা সম্ভব বাইরে আসলে—যেসব সেন্টারে লোকসমাগম কম হয়, সেসব সেন্টারে চেকআপ করার জন্য আমরা অনুরোধ করেছিলাম।
গর্ভবতী নারী ও গর্ভের সন্তানের ওপর করোনার প্রভাব
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. সাবিনা পারভীন বলেন, আমরা কোভিডের সময় যে সমস্যাগুলো দেখেছি, তার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে যে প্রথম তিন মাসের মধ্যে যদি কোনো মা করোনায় আক্রান্ত হয়, তাহলে আমরা দেখেছি যে তার বাচ্চা অ্যাবরশন (গর্ভপাত) হয়ে যাচ্ছে। সেটা মিসড-অ্যাবরশনও হয়ে যেতে পারে, এমনকি ইনকমপ্লিট অ্যাবরশন নিয়েও আমাদের কাছে আসছে। এবং আমরা দেখেছি পরবর্তী তিন মাস, মানে সাত মাসের মধ্যে যেসব বাচ্চা, এমনকি ফুল টার্ম প্রেগন্যান্সিতেও অনেক মা পেয়েছি, যারা কোভিডে আক্রান্ত হওয়ার পর বাচ্চা পেটে মারা গিয়েছে। এটাকে আমরা বলি ইনট্রাইউটেরাইন ফিটাল ডেথ (intrauterine fetal death)। এই সমস্যাগুলো আমরা পেয়েছি এবং অনেক সময় দেখা গেছে যে পানি ভেঙে গেছে, প্রিম্যাচিউর রাফচার মেমব্রেন হয়ে গেছে, কখনও কখনও দেখা গেছে যে ফিটাল ডিসট্রেস নিয়ে আসছে, আমাদের ইমিডিয়েট প্রেগন্যান্সিটা টারমিনেশন করার প্রয়োজন পড়ছে। এই সমস্যাগুলো আমরা পেয়ে আসছি গত এক বছর ধরে, যদিও তেমন কোনো স্টাডি আমাদের কাছে নেই।
করোনাকালে গর্ভধারণ ও গর্ভবতী মায়েদের প্রতি বিশেষজ্ঞ-পরামর্শসহ আরও বিশদ জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।