কাপড়ের মাস্ক প্রতিদিন ধুতে হবে?
বিশ্বব্যাপী বেড়েছে করোনাভাইরাসের প্রকোপ। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল। জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি স্বাস্থ্য-সুরক্ষায় মাস্ক পরিধান করা আবশ্যক।
অনেকেই প্রশ্ন করেন, কাপড়ের মাস্ক কীভাবে পরতে হবে বা প্রতিদিন ধুতে হবে কি না। এ বিষয়ে আজ আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক এক আয়োজনে এ নিয়ে কথা বলেছেন ডা. ইসরাত জাহান। কাপড়ের মাস্ক কি প্রতিদিন ধুতে হবে, সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. ইসরাত জাহান বলেন, বিভিন্ন ধরনের কাপড়ের মাস্ক পাওয়া যায়। থ্রি লেয়ারের কাপড়ের মাস্ক ব্যবহার করলে সবচেয়ে ভালো। সেগুলো কোভিড-১৯ থেকে সুরক্ষা দেয়।
ডা. ইসরাত জাহান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী, প্রতিদিন একটা একটা মাস্ক চেঞ্জ করব। বাংলাদেশের অনেক মানুষই আছে, প্রতিদিন একটা একটা মাস্ক চেঞ্জ করতে পারে না। সে ক্ষেত্রে তারা চারটা মাস্ক রাখতে পারে। যে মাস্কটা তারা আজ ব্যবহার করল, সেটা ধুয়ে তারপর আরেকটা ব্যবহার করল। এভাবে শুকিয়ে শুকিয়ে ব্যবহার করতে পারে। এতে তার স্কিন ইনফেকশনের চান্সটা অনেক কমে যায়, স্কিনটাও ভালো থাকে এবং কোভিডের আশঙ্কা অনেকটা কমে যায়।
এ ছাড়া নিয়মিত মাস্ক পরায় ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। সেসব জানতে এই প্রতিবেদনে সংযুক্ত ভিডিওটি ক্লিক করুন।