কীভাবে বুঝবেন স্তন ক্যানসার হয়েছে?
সারা বিশ্বে স্তন ক্যানসারে আক্রান্ত নারীর সংখ্যা বাড়ছে। এর জন্য প্রয়োজন সচেতনতা, সতর্কতা ও শুরুতেই এ ব্যাপারে নিশ্চিত হওয়া। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে স্তন ক্যানসার ও এর চিকিৎসা সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ব্রেস্ট ক্যানসার ও তার চিকিৎসা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও সিটি হসপিটালের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. আফরিন সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
কখন আমরা ব্রেস্ট ক্যানসার বলব? উত্তরে ডা. আফরিন সুলতানা বলেন, ক্যানসার রোগের ক্ষেত্রে তো আসলে এটা সাধারণত বিভিন্ন উপসর্গ নিয়েই প্রেজেন্ট করে, কিন্তু একটা রোগ যখন আমরা বলতে চাই, তখন সেটা আসলে টিস্যু ডায়াগনসিস লাগে। তো সহজ করে যদি বলি, এটা এমন একটা পরীক্ষা, যেটার মাধ্যমে অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখে নিশ্চিত করা যায় যে এখানে ক্যানসার রোগটা আছে এবং সেটার জন্য আমরা কোনও একটা পদ্ধতি ব্যবহার করি। এফেনেসি বা বায়োপসি, এ রকম, যেটার মাধ্যমে আমরা মাংসের টুকরো নিয়ে আসছি, অথবা রস নিয়ে আসছি। তো, কোন জায়গা থেকে এ জিনিসটা কালেক্ট করা হয়; সেটা হচ্ছে আমাদের ক্যানসার রোগের যেটা কমন উপসর্গটা আছে, যদি ব্রেস্টের মধ্যে বা এক্সিল আমরা যেটা বলি বা বগল, সেটার মধ্যে যদি কোনও চাকা থাকে, তখন সেখান থেকে আমরা ম্যাটারিয়েলটা কালেক্ট করি। সেটা যখন আমরা চেক করে দেখে নিই যে এখানে ক্যানসারের যে টাইপটা আছে, সেটা যদি নিশ্চিত হয়, তখন আমরা বলি এটা ব্রেস্ট ক্যানসার। আর আরেকটা বিষয়, যেহেতু চাকা থাকে, সেখান থেকে আমরা টিস্যু নিয়ে ডায়াগনসিস করছি, অনেকেই হয়তো ভাবেন, ব্রেস্টের চাকা মানেই হয়তো ক্যানসার। কিন্তু এই জিনিসটা আসলে সব সময় সঠিক নয়।
ডা. আফরিন সুলতানা বলেন, ব্রেস্টের চাকার অনেক কারণ আছে। তার মধ্যে কিছু পারসেন্ট ক্যানসার হয়ে থাকে, আর অন্য কারণেও ব্রেস্টে টিউমার হতে পারে বা চাকা হতে পারে। এই চাকা ছাড়াও আরও কিছু উপসর্গ থাকে, যেটাকে আমরা অনেক সময় ব্রেস্ট ক্যানসার হিসেবে সন্দেহ করি, যেমন ত্বকের মধ্যে যদি কোনও পরিবর্তন থাকে, যেমন যেখানে যদি কোনও দীর্ঘমেয়াদি ঘা থাকে অথবা নিপলটা যদি ভেতরের দিকে ঢুকে যায়, অথবা আনইউজুয়াল কোনও ডিসচার্জ হচ্ছে, সেটা স্পেশালি ব্লাডের মতো ডিসচার্জ হচ্ছে এবং স্কিনটা অনেক সময় ডিমপ্লিং হয়ে যেতে পারে, ওই জায়গাটা একটু ছোট ছোট গর্তের মতো হয়ে যেতে পারে। তো, ব্রেস্টের মধ্যে যদি কেউ কোনও আনইউজুয়াল চেঞ্জ দেখতে পান, সে ক্ষেত্রে সেটা অবশ্যই একজন সার্জনের সাথে কনসাল্ট করে নিশ্চিত হওয়া উচিত, এটা ক্যানসারের উপসর্গ কি না।
কোন বয়সে স্তন ক্যানসার হতে পারে বা সম্ভাবনা বেশি থাকে এবং স্তন ক্যানসার ও এর চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।