কী কী কারণে গলব্লাডারে পাথর হয়
অনেকে গলব্লাডারে পাথরের সমস্যায় ভুগছেন। এ রোগ হলে গ্যাস্ট্রিকসহ তলপেটে অস্বস্তি হয়, প্রস্রাবের রঙে পরিবর্তন দেখা দেয়। নানা কারণে গলব্লাডারে পাথর হতে পারে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে গলব্লাডারে পাথর সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘স্বাস্থ্য প্রতিদিনে’র একটি পর্বে গলব্লাডারে পাথর সম্পর্কে কথা বলেছেন বারডেম জেনারেল হসপিটাল এবং বিআরবি হসপিটালস লিমিটেডে হেপাটোবিলিয়ারি ও পেনক্রিয়াটিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসিম রাব্বি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
গলব্লাডারে পাথর বলতে আমরা কী বুঝি, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. হাসিম রাব্বি বলেন, যাদের পেটে ব্যথা বা অন্য কোনো রোগের কারণে আলট্রাসনোগ্রাফি করতে গিয়ে গলব্লাডারে পাথর ধরা পড়েছে, এই রিপোর্ট নিয়ে আসেন। আমরা উনাকে বলি গলব্লাডারে পাথর যে হয়েছে, তার কারণটা নির্ণয় করা উচিত। গলব্লাডারে পাথর অনেক কারণেই হতে পারে। তার মধ্যে মূলত তিনটি কারণ আছে। সেটা হচ্ছে কোলেস্টেরল স্টোনস, মিক্সড স্টোনস ও পিগমেন্ট স্টোনস। এই পাথরগুলো তো কোনো না কোনো কারণে গলব্লাডারে আসছে। এই কারণগুলো কী তা আমাদের খুঁজে দেখতে হবে।
পাথর হওয়ার পেছনে কী কী কারণ রয়েছে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. হাসিম রাব্বি বলেন, কোলেস্টেরলের সমস্যা থাকলে কোলেস্টেরল স্টোন হতে পারে। আরেকটা হচ্ছে ইনফেকটিভ স্টোন। এটা মিক্সড স্টোন হয়। এতে কোলেস্টেরল ও অন্যান্য জিনিস থাকে। আমাদের মূল কাজ হচ্ছে খুঁজে বের করা, আসলে কারণটা কী। অনেক সময় আমরা এর কারণ খুঁজে পাই না। কোলেস্টেরলে কোনো সমস্যা নেই, রক্তেরও কোনো সমস্যা নেই, তখন আমরা ধরে নিই এটা ইনফেকটিভ কজ। তার মানে গলব্লাডারে কোনো একটা ইনফেকশন হয়েছিল, সেটার কারণে গলব্লাডার পাথর তৈরি করতে বাধ্য হচ্ছে।
ডা. হাসিম রাব্বি বলেন, গলব্লাডারের কাজ হচ্ছে লিভারের যে পিত্তটা তৈরি হয়, লিভার থেকে গলব্লাডারে এসে সেটা ঘন করে। এই ঘন পিত্তটাই আমাদের শরীরে গ্লোডিয়াম বলে খাদ্যনালির একটা অংশ আছে, সে অংশে গিয়ে ফ্যাট বা রিপিট পোরশনটা থাকে, সেটাকে হজম করার কাজে এই গলব্লাডার পিত্তটা ব্যবহার হয়। এই পিত্তটা যখন ঘন করতে করতে পাথরে রূপান্তর হয়ে যায়, তার মানে গলব্লাডার তার কাজ ঠিকমতো করতে পারছে না। গলব্লাডারে পাথর তৈরি করে ফেলছে। এ জন্য আমাদের কারণটা নির্ণয় করা খুবই জরুরি।
কিছু নিশ্চয়ই উপসর্গ থাকে, যে উপসর্গ দিয়ে একজন রোগী বুঝতে পারবেন তার আসলে কোনো না কোনো শারীরিক সমস্যা হচ্ছে। সেই শারীরিক সমস্যাগুলো আসলে কী কী বা লক্ষণগুলো কী কী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. হাসিম রাব্বি বলেন, মূল যে সমস্যা নিয়ে রোগী আমাদের কাছে আসে, বারবার অল্প অল্প করে পেটে ব্যথা হয়। কেউ কেউ বলে যে আমার হজমে সমস্যা হচ্ছে, ভাজাপোড়া তেল-চর্বি খেলেই আমার এই সমস্যা হয়। একটা কথা বলি আমরা, ফ্যাটি, ফার্টাইল, ফিমেল ও ফোর্টি। কোনও কারণে অতিরিক্ত ওজন যদি হয়, নারী হন, ফার্টাইল ফিমেল হন, বয়স চল্লিশের বেশি হয়; বেশির ভাগ নারী রোগী আমাদের কাছে আসে গলব্লাডারের পাথর নিয়ে। এগুলো আমাদের খেয়াল করতে হবে।
গলব্লাডারে পাথর ও এ থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে আরও জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ সম্পর্কে।