কী কী কারণে চুল পড়ে
চুল পড়া সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। খাদ্যাভ্যাস, জীবন যাপন আর বায়ুদূষণের ফলেও চুল পড়ে। চুল পড়া নিয়ে অনেকে চিন্তিত। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে চুল পড়া সমস্যা ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে চুল পড়া সমস্যা ও এর প্রতিকার নিয়ে কথা বলেছেন রেডিয়েন্স লেজার ক্লিনিকে চর্মরোগ বিভাগের চিফ কনসালটেন্ট ডা. জাহিদা নাসরিন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
চুল পড়ার কী কী কারণ রয়েছে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. জাহিদা নাসরিন বলেন, অনেক কারণ রয়েছে। তার মধ্যে সবচেয়ে কমন কারণ হলো খুশকি। খুশকিজনিত চুল পড়াই আমাদের দেশের ওয়েদারে বেশি হয়ে থাকে। এর পাশাপাশি ইদানীং যেটা বেশি হচ্ছে, সেটা হলো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে; অপরিকল্পিত ডায়েট করে থাকে, ক্রাশ ডায়েট করে কিংবা বিভিন্ন ধরনের ডায়েট করছে তারা, যেটাতে ভিটামিন ডি বা প্রোটিন একদম নাই হয়ে যায়। যে কারণে তাদের চুল পড়া হুট করেই বেড়ে যায়। ত্বকও এর পাশাপাশি ম্লান হয়ে যায়। এ ছাড়া হরমোনের সাথে একটা সম্পর্ক থাকে। ছেলেদের ক্ষেত্রে টেস্টাস্টেরন লেভেল যদি একটু বেশি হয়, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া হতে পারে। মেয়েদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটা, এটার সাথে কিছু হরমোনের ব্যাপার থাকে। এ জিনিসগুলো ফাইন্ড আউট করতে হবে। কিংবা থাইরয়েড ডিজঅর্ডার যদি থাকে, এর সাথে সম্পর্ক থাকে। সাধারণত এ কারণগুলোই আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বেশি রোগী পেয়ে থাকি।
একজন রোগী আপনার বা ডাক্তারের শরণাপন্ন হলেন, সে ক্ষেত্রে তার যে আসলে চুল পড়ছে, এ বিষয়টি নিশ্চিত করার জন্য কোনও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয় কি না, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. জাহিদা নাসরিন বলেন, শুধু ফাঙ্গাল ইনফেকশন আছে কি না, মাথার ত্বকে ইনফেকশন আছে কি না। হিস্ট্রি নিই কিংবা আমরা স্কাল্পটাকে অ্যানালাইসিস করে দেখি। চুলের কী অবস্থা, চুলের হেলথ কেমন, এগুলো দেখি। এ ছাড়া ক্লিনিক্যাল কোনও ইনভেস্টিগেশন আমরা করি না। বলি যেটা, ভিটামিন ডি-টা আমরা দেখি। যদি তার কাছে প্রপার হিস্ট্রি থাকে, ভিটামিন ডি বা এ ধরনের খাবার সে অনেক দিন ধরে নিচ্ছে না, রোদে কম এক্সপোজার হচ্ছে, তখন আমরা ভিটামিন ডি চেক করে থাকি।
চুল পড়া সমস্যা ও প্রতিকার সম্পর্কে আরও জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।