কুঁচকি ও আঙুলের ফাঁকে চুলকানি হলে করণীয়
অনেকে আঙুলের ফাঁকে, কুঁচকির মতো আবদ্ধ জায়গাগুলোতে চুলকানির সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে চুলকানি সমস্যা ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে চুলকানি সমস্যা ও তার প্রতিকার নিয়ে আলোচনা করেছেন ঢাকা মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ইমদাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. মুনা তাহসিন।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. ইমদাদুল হক বলেন, এটা হয় আবদ্ধ জায়গায় এবং চামড়ার ভাঁজগুলোয়। বিশেষ করে গরমের সিজনে। এখন বারো মাসই এমন রোগী পাচ্ছি। বাংলায় যদি বলি, এটা হচ্ছে দাদ। এটা কমন হয়ে গেছে। এর কারণ, চুলকানিকে আমরা খুব সহজভাবে নিই। স্কিন ডিজিজকে খুব একটা সিভিয়ার মনে করা হয় না। এটা হয়েছে কি, ওষুধের দোকানে আমরা যাই। বলি, অ্যালার্জির ট্যাবলেট দিন। সে একটা ট্যাবলেট দিল, যেটা দাদের সম্পূর্ণ বিপরীত। সে ভালো করা তো দূরের কথা, রোগটা এমন পর্যায়ে নিয়ে যায়, তখন আমরা দুই-তিনটা ওষুধ দিয়ে সারিয়ে তুলতে পারি না। আমাদের কাছে খুব বিব্রতকর মনে হয়, যখন দুই মাসের চিকিৎসা দিলাম, ঠিকমতো বোঝালাম, এর পরেও সে আবার এসেছে। এর মানে এমনভাবে সে আগে ওষুধগুলো খেয়েছে, তার চিকিৎসা কাজ করছে না বা রেসিস্ট্যান্স ডেভেলপ করেছে।
চুলকানি কেন হয়, এর সুচিকিৎসা কী, এ সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।