কেন ফুসফুসের যত্ন নেওয়া জরুরি
ফুসফুস মানবদেহের একটি বড় অঙ্গ। এর মাধ্যমে আমরা শ্বাসপ্রশ্বাস নিয়ে থাকি। আমাদের বুকের দুপাশে দুটি ফুসফুস অবস্থিত, যার মাঝে হার্ট রয়েছে। করোনাকালে ফুসফুসের যত্ন সম্পর্কে আরও সচেতন হওয়া উচিত।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ফুসফুসের যত্ন নিয়ে কথা বলেছেন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. নুসরাত জাহান দীপা।
কেন ফুসফুসের যত্ন নিতে হবে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মাহবুবুল ইসলাম বলেন, ফুসফুস এমন একটি অরগান, যে অরগানটা সবচেয়ে বেশি আমাদের পরিবেশে এক্সপোজড। বাংলাদেশে এমন একটা পরিস্থিতি, যেখানে পরিবেশের প্রভাব খুব বেশি আমাদের স্বাস্থ্যের প্রতি। সে ক্ষেত্রে আমাদের ফুসফুস সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয়।
আমরা প্রতিনিয়ত শ্বাস-প্রশ্বাস নিচ্ছি, প্রতি মিনিটে আমরা ৭০-৮০ বার শ্বাস নিচ্ছি ফুসফুসে, ছাড়ছি। এ কারণে ফুসফুস সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয়। এখন পরিবেশ যেহেতু খারাপ, তাই ফুসফুসের অ্যাফেক্টেড হওয়ার পসিবিলিটিও বেশি। তাই ফুসফুসের যত্ন না নিলে ফুসফুস প্রতিনিয়তই অসুস্থ হয়ে যাবে। এ কারণেই ফুসফুসের যত্ন নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি।
ফুসফুসের যত্ন, বিভিন্ন রোগ ও এ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।