কেন মন থেকে ভালোবাসা উঠে যায়?
সখি ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়... ভালোবাসা নিয়ে কবির নানান প্রশ্ন সাধারণের মনেও দাগ কাটছে যুগ যুগ ধরে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে মানবমন ও ভালোবাসা সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে মনোবিদ্যা নিয়ে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. সালাউদ্দিন কাউসার বিপ্লব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
অনেক ক্ষেত্রে আমরা এখন যেটি বলে থাকি, এই জিনিসটির প্রতি আমাদের ভালোবাসা উঠে গেছে। অনেকে আবার বলে থাকেন, এ বিষয়ে আমার মন নেই। মানে এই কাজটি আমার আর ভালো লাগছে না। এর পেছনে কি কোনও রোগ রয়েছে, না কি এটি নিছক মনের বাসনা, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. সালাউদ্দিন কাউসার বিপ্লব বলেন, সবকিছুকে রোগ দিয়ে ব্যাখ্যা করা যাবে না। এটি খুবই স্বাভাবিক ঘটনা। একটা শার্ট আমি অনেক দিন ধরে গায়ে দিই। মনে হলো এই শার্টটি থেকে আরেকটি শার্ট বেশি সুন্দর। এটি তো রোগের কিছু নয়। এটা খুবই সাধারণ একটি বিষয়। আমি ঢাকায় থাকি, আমার ঢাকা ভালো লাগে। কিছুদিন হয়তো অন্য জায়গায় থাকলে সেখানে ভালো লাগা শুরু হলো। এটা তো রোগের কোনও বিষয় নয়। তবে কন্ডিশন বলতে একটি জিনিস আছে। ওই অবস্থাকালে আমি ওখান থেকে যে বিষয়গুলো নিতে পারব বা বিষয়গুলো নিই, সেটাকে যদি উপভোগ করা শুরু করি, সেখানেই আমাদের মন স্থির হবে। এটা খুবই স্বাভাবিক। এটাকে অসুস্থতা দিয়ে ব্যাখ্যা করা ঠিক হবে না।
আমাদের যে অভ্যন্তরীণ ভাব, এটাকে অনেকে মন বলে থাকেন। সেই অভ্যন্তরীণ ভাব যদি সঠিকভাবে প্রকাশ করতে না পারি, সে ক্ষেত্রে কী কী ধরনের সমস্যা হতে পারে। আমরা প্রায়ই দেখি, পরিবারের সাথে আমাদের কথা শেয়ার করতে পারছি না কিংবা আমরা যাদের সাথে মিশছি, তাদের সাথে সে কথাগুলো শেয়ার করতে পারছি না। তারা পরবর্তী পর্যায়ে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. সালাউদ্দিন কাউসার বিপ্লব বলেন, ভাব বলতে তো আলাদা কিছু নেই। এটা একটা আবেগ। এটা অনেক রকমের হতে পারে। একজন মানুষের দুঃখ, কান্না, ভয়, ভালোবাসা, আনন্দ, উদ্বেগ; এ সবই কিন্তু আবেগের বিষয়। সুতরাং ভাব প্রকাশ করা, সেটাও একটি আবেগ। একটা বিষয় নিয়ে ভাবলাম, সেটাকে প্রকাশ করা।
মন ও মনোরোগ সম্পর্কে আরও জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।