কেন মলদ্বার দিয়ে রক্ত পড়ে?
অনেকের মলদ্বার দিয়ে রক্ত পড়ে। এ সমস্যায় যাঁরা ভোগেন, তাঁরা জানেন কী যন্ত্রণা তাঁদের বহন করতে হয়। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে মলদ্বার দিয়ে রক্ত পড়া ও প্রতিকার সম্পর্কে বলেছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের কলোরেক্টাল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. বিলকিস ফাতেমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
কেন মলদ্বার দিয়ে রক্ত পড়ে? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. বিলকিস ফাতেমা বলেন, মলদ্বার বা পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়া খুবই কমন একটি সমস্যা। আমাদের দৈনন্দিন জীবনে সবারই কোনও কোনও সময় এ রকম হতেই পারে। কিন্তু যদি আমরা কারণটা জানি এবং সে অনুযায়ী প্রতিরোধ করতে পারি, চিকিৎসা করতে পারি, তাহলে খুব জটিল কিছু নয়। আমরা যদি মলদ্বার দিয়ে রক্ত পড়ার কারণকে কয়েক ভাগে ভাগ করে নিই, তাহলে যেটা হবে—ব্যথা আছে, সাথে রক্ত যাচ্ছে; আরেকটা হচ্ছে ব্যথাবিহীন রক্ত যাওয়া।
প্রথমে আমরা কথা বলি, ব্যথা আছে, সাথে রক্ত পড়ছে। প্রথম এবং প্রধান কারণ হচ্ছে অ্যানাল ফিশার। যেটা মলদ্বারের মুখে ফেটে যায় বা চিড়ে যায়। কোথাও ফেটে গেলে সেখান থেকে সামান্য একটু রক্ত যাবেই। এটাই স্বাভাবিক। হাত কেটে গেলেও আমাদের রক্ত যায়। ঠিক একই রকম একটি ব্যাপার যে শক্ত পায়খানা বা বার বার পায়খানায় যায় পাতলা পায়খানা হলে, তখন মলদ্বারের মুখ জাস্ট ফেটে যায়। ওই ফাটা জায়গা থেকে রক্ত আসে। কারও কারও খুব সামান্য আসে, পায়খানার সাথে সামান্য একটু লেগে আসে, কারও কারও বেশিও হতে পারে। সাথে ব্যথা থাকে, জ্বালাপোড়া থাকে।
দুই নম্বর হচ্ছে, অনেক সময় যাদের ফিস্টুলা থাকে। অনেক সময় পুঁজ, রক্ত একসাথে মিশে মিশে ব্যথা হয়, অস্বস্তি হয়। তার পর পুঁজ আর রক্ত মিক্সড হয়ে বের হয়ে আসে। বেশির ভাগ ক্ষেত্রে এ দুই কারণে ব্যথা এবং রক্ত যায়। পাইলসেও রক্ত যায়, ব্যথা থাকে না। কিন্তু পাইলস যখন জটিল হয়, তখন একইসাথে ব্যথাও হতে পারে, রক্তও যেতে পারে।
এবার আমরা আসি ব্যথামুক্ত রক্ত যাওয়া। যেখানে রক্ত যাবে পায়খানার রাস্তা দিয়ে কিন্তু ব্যথা রোগী ফিল করবে না। এটার সবচেয়ে কমন কারণটা হচ্ছে পাইলস। পাইলস হলে রক্তনালীগুলো সাধারণত ফুলে যায় এবং নিচের দিকে নেমে আসে। যখন পায়খানা করে, ওই রক্তনালীর ওপর চাপ পড়লে রক্তনালীটা ফেটে যায়, ওখান থেকে রক্তপাত হয়। এসব ক্ষেত্রে সাধারণত ব্যথা হয়, যদি না জটিল আকার ধারণ করে।
মলদ্বার দিয়ে রক্ত পড়া ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।