কোন বয়সে হার্নিয়া বেশি হয়, প্রতিকার কী
অনেকেই হার্নিয়ার সমস্যায় ভুগছেন। হার্নিয়া কী, কেন হয় এবং হার্নিয়ার আধুনিক চিকিৎসাই বা কী। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে হার্নিয়া সম্পর্কে বলেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. সালমা ইয়াসমীন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
হার্নিয়া কী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. সালমা ইয়াসমীন চৌধুরী বলেন, হার্নিয়া হলো এমন একটা অসুখ, যেটা বডিতেই হয়। কোনও পর্দা, যে কোনও জায়গায়, পেটের পর্দায় যদি দুর্বল অংশ থাকে বা ফুটো থাকে, ওখান দিয়ে যদি ভেতরের কনটেন্টটা বাইরে চলে আসে, কিন্তু চামড়াটা ইনটেক থাকে, সেটাকেই আমরা হার্নিয়া বলে থাকি।
কোন বয়সে হার্নিয়া বেশি হয়, শিশুরাও কি আক্রান্ত হয়? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. সালমা ইয়াসমীন চৌধুরী বলেন, হার্নিয়া সব বয়সে হয়ে থাকে। বাচ্চাদের হয়, একদম ছোট বাচ্চাদের হয়। আবার যারা একটু বড় হচ্ছে, তাদের হয়। ইয়াং-অ্যাডাল্টদের হয়, আবার বয়স্কদেরও হয়। আসলে একেক বয়সে একেক ধরনের হার্নিয়া বেশি হয়। বাচ্চাদের বা ইয়াং-অ্যাডাল্টদের যেটা হয়, তাকে আমরা ইঙ্গুইনাল হার্নিয়া বলে থাকি। বয়স্কদেরও ইঙ্গুইনাল হার্নিয়া হয়। তবে ভ্যারাইটিটা একটু ডিফারেন্ট। একটু আলাদা। তবে আলটিমেটলি এটা হার্নিয়া। সব বয়সেই হয়ে থাকে। বিশেষ করে ছেলেদের হয়।
হার্নিয়া কী, এর ধরনগুলো কী কী এবং হার্নিয়ার আধুনিক চিকিৎসাই বা কী, এসবের বিস্তরিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।