খুশকি কেন হয় ও এর প্রতিকার কী?
চুল পড়ার সঙ্গে একটি জিনিসের সম্পর্ক, সেটা হলো খুশকি। অনেকেই এ সমস্যায় ভোগেন। খুশকি কেন হয় আর সেটি মেডিকেলের ভাষায় কী বলে?
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এমন বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ডা. দিলরুবা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ডা. শারমীন জাহান নিটোল।
ডা. দিলরুবা সুলতানা বলেন, খুশকি বিভিন্ন কারণে হতে পারে। হেয়ারটা যদি প্রপারলি ক্লিন না করে, আবার অনেকে খুব বেশি তেল ইউস করেন, ময়লা আটকে গিয়ে ওখানে ছত্রাকের কন্টামিনেশন হয়ে তার ওপরে খুশকিগুলো হয় আসলে। এটাও অনেক রকমের হয়। প্রকারভেদে আমরা খুশকির ট্রিটমেন্ট করে থাকি। খুশকির জন্য যদি আপনার হেয়ার ফল হয়ে থাকে, সে ক্ষেত্রে আমরা খুশকির ট্রিটমেন্ট দিলে হেয়ার ফলটা একদম স্টপ হয়ে যায়।
অনেকের ক্ষেত্রে ক্রনিক ডিজিজ যেগুলো আছে, যেমন সোরিয়াসিস, সেটা কিন্তু স্ক্যাল্পে হতে পারে। স্ক্যাল্প সোরিয়াসিস এবং সেবোরিক ডার্মাটাইটিসের মধ্যে পার্থক্য কী। সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. দিলরুবা সুলতানা বলেন, সেবোরিক ডার্মাটাইটিস হচ্ছে, যেটা আমরা বলি খুশকি। ছোট ছোট খুশকির মতো উঠে যাচ্ছে। কিন্তু সোরিয়াসিস টোটালি ডিফারেন্ট একটা জিনিস। এটা আপনার অনেকখানি জেনেটিক ফ্যাক্টর কাজ করে। যেমন সোরিয়াসিস যাদের থাকে, সে ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটাও ডিফারেন্ট হয়। সোরিয়াসিসে যেমন আমরা টারবেজ শ্যাম্পু সাজেস্ট করি; অনেক সময় যেটা হয়, অনেকের অনেক সময় এক্সেসিভ থাকে, আমরা স্টেরয়েড সাজেস্ট করে থাকি। আর সেবোরিক ডার্মাটাইটিসে ইউজুয়ালি আমরা যেটা করি যে আপনার যেকোনো অ্যান্টি-ফাঙ্গাল অ্যাটাক... এখন বাজারে অনেক রকম অ্যান্টি-ফাঙ্গাল শ্যাম্পু পাওয়া যায়, সেটা দিলে চলে যায়। আর সোরিয়াসিসের মেইনলি ডায়গনস্টিক আপনি যদি বলেন, একমাত্র পয়েন্ট কী, তাহলে সিলভারি একটা স্কেল থাকবে। সেবোরিক ডার্মাটাইটিস বা খুশকি, সেটা কিন্তু ওইটার স্কেলিং বা সোরিয়াসিসের স্কেলিং একদম ডিফারেন্ট। মাছের আঁশের মতো সাদা সাদা চামড়া উঠবে, সেটা সোরিয়াসিসের ক্ষেত্রে।