গলাব্যথা, টনসিলে প্রদাহ কেন হয়, প্রতিকার কী
অনেকে গলার সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক আয়োজন সুস্থতার ব্যবস্থাপত্র-এর একটি পর্বে এ নিয়ে কথা বলেছেন আজগর আলী হাসপাতালের ইএনটি, হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. জাহেদুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. মো. জাহেদুল আলম বলেন, গলা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। নিত্যদিন আমরা অহরহ গলার উপস্থিতি টের পাই। যেমন আমরা যখনই ঢোক গিলি, ঢোক গিলতে গেলেই গলার উপস্থিতি টের পাই। আর সুস্থ মানুষ সাধারণত জাগ্রত অবস্থায় মিনিটে একবার ঢোক গেলে এবং দৈনিক ৫০০ থেকে ৬০০ বার ঢোক গিলতে হয়। যে অংশটা এত বহুল ব্যবহৃত হচ্ছে, সে অংশে যদি কোনও সূক্ষ্ম সমস্যাও হয়, আমরা টের পাই। সচরাচর আমরা যেটা বেশি সমস্যা দেখি, আমাদের কাছে যারা আসে, তাদের গলাব্যথা।
অধ্যাপক ডা. মো. জাহেদুল আলম যুক্ত করেন, গলায় ব্যথা হালকা হতে পারে বা তীব্র হতে পারে। এ ছাড়া গলায় বিশেষ ধরনের, এক ধরনের অস্বস্তি, খসখসে ভাব, সেটাও আমরা অনেক সময় জানতে পারি রোগীদের কাছ থেকে। অথবা গলা শুকিয়ে যাওয়া। গলা শুকিয়ে যাওয়ার সাথে অনেকের অনুভূতি হয়, গলায় কিছু একটা লেগে আছে। হয়তো সেটা সুতা কিংবা খসখসে অনুভূতি হয়। যাঁরা এ ধরনের সমস্যায় ভোগেন, তাঁদের গলা পরিষ্কার করার একটা প্রবণতা, যেটা আমরা হকিং বলি; সব সময় খকখক করা—এটা একটা সাধারণ, সচরাচর দেখা সমস্যা। এর সাথে কারও কারও খুসখুসে কাশি এবং গলার স্বর পরিবর্তন হওয়া, এটা আমাদের সচরাচর দেখা সমস্যা।
বয়সভেদে কোনও তারতম্য আছে? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. মো. জাহেদুল আলম বলেন, এটা গুরুত্বপূর্ণ কথা। আমরা বয়সভেদে যে তারতম্য দেখতে পাই, তা হলো, ছোটদের ক্ষেত্রে; যেমন শিশু ও কিশোরদের ক্ষেত্রে গলায় এক ধরনের সমস্যা খুব বেশি দেখি। বিশেষ করে আমরা যদি গলাব্যথার কথা বলি, তাহলে শিশু বা কিশোরদের ক্ষেত্রে আমরা গলার বিশেষ এক ধরনের গ্রন্থি, যেটাকে আমরা টনসিল বলি। টনসিলের প্রদাহের কারণে গলাব্যথা বেশি পাই। সেটা ভাইরাসজনিত হতে পারে, ব্যাকটেরিয়াজনিত হতে পারে। আর বয়স্কদের ক্ষেত্রে আমরা দেখি, গলানালীর প্রদাহ। মাঝেমধ্যে আবার অনেকের মাঝে টনসিলের প্রদাহ পাই। ব্যথার কারণে দুটোই আমরা বেশি পাই। আর অস্বাভাবিক সমস্যা বয়স্কদের ক্ষেত্রে যেটা আমরা পাই, সেটাকে আমরা টিউমারজাতীয় সমস্যা বলি। এটা বয়স্কদের বেশি হয়।
গলায় বিভিন্ন ধরনের সমস্যা ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।