গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন? জানুন প্রতিকার
গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেননি, এমন মানুষ পাওয়া দুষ্কর। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে গ্যাস্ট্রিকের সমস্যা ও প্রতিকার সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে গ্যাস্ট্রিকের সমস্যা ও প্রতিকার সম্পর্কে বলেছেন ডা. আফসানা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. আফসানা বেগম বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটি বেশি সমস্যা। গ্যাস্ট্রিকের সমস্যা বলতে আমরা বুঝি যে খাওয়ার আগে বা পরে বুক জ্বালাপোড়া করে, পেট ব্যথা করে এবং খাওয়ার পরে অনেকক্ষণ ধরে পেট ব্যথা করে। এটিকে প্রধানত গ্যাস্ট্রিকের সমস্যা বলা হয়। এ ছাড়া কেউ কেউ অভিযোগ করে, কোনও কিছু খাওয়ার পরে তাদের পেটে ভুরভুর শব্দ হচ্ছে বা মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে। এ ধরনের সমস্যাকেও গ্যাস্ট্রিকের সমস্যা বলা হয়।
বুক জ্বালাপোড়া, পেটে ব্যথা ইত্যাদি সমস্যা হয় কেন। সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. আফসানা বেগম বলেন, বয়সভেদে গ্যাস্ট্রিকের সমস্যা বিভিন্ন রকম। মহিলাদের ক্ষেত্রে প্রথমে বলি, গ্যাস্ট্রিকের সমস্যার প্রধান কারণ গলব্লাডার স্টোন। গলব্লাডার স্টোন ছেলেদেরও হয়, তবে মহিলাদের ক্ষেত্রে প্রবণতা বেশি। গলব্লাডার স্টোন হলে প্রথম দিকে দেখা যায় বমি বমি ভাব থাকে, খেতে ইচ্ছে করে না, অরুচি। এসব অভিযোগ নিয়ে প্রায় রোগী আসে। ৪০ বছর বয়সের পরে মহিলারা যখন আলট্রাসনোগ্রাফি করে, তখন দেখা যায় যে গলব্লাডার স্টোন বড় কারণ। এর পরে প্রধান কারণ আমাদের দেশে খাদ্যাভ্যাস।
ডা. আফসানা বেগম আরও বলেন, আমাদের দেশের বেশির ভাগ মানুষ সকালে খায় না। ১২-১টার দিকে একবারে নাশতা করে অথবা একবারেই দুপুরের খাবার খেয়ে ফেলে। সে ক্ষেত্রে দেখা যায় যে এত লম্বা সময়, রাতের খাবার থেকে দুপুরের খাবারের মাঝখানে যে গ্যাপটা থাকে, এটা অনেক বেশি হওয়ার কারণেই দেখা যায় যে গ্যাস্ট্রিকের সমস্যাটা বেশি হয়।
এটা ছাড়া আরও একটি বড় কারণ আছে, সেটা হচ্ছে লেট নাইট খাবার খাওয়া। আমাদের অফিস টাইম, আমাদের জীবনযাপন এমন হয়ে দাঁড়িয়েছে যে বাসায় আসতে আসতে ৮টা-৯টা-১০টা বেজে যায়। প্রায় সময় আমরা খাবার খাই অনেক লেটে। লেটে খাওয়ার পরপরই আমরা ঘুমিয়ে পড়ি। এটিও কিন্তু গ্যাস্ট্রিকের প্রধান কারণ।
গ্যাস্ট্রিকের সমস্যা ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।