চুলকানি কেন হয়, কখন এটি সমস্যা
অনেকেই চুলকানির সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে চুলকানি সমস্যা ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে চুলকানি সমস্যা ও তার প্রতিকার নিয়ে আলোচনা করেছেন ঢাকা মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ইমদাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. মুনা তাহসিন।
চুলকানি সমস্যা কখন বলব? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. ইমদাদুল হক বলেন, চুলকানি হচ্ছে একটা আনইউজুয়াল সিচুয়েশন, যেটা আমাকে বাধ্য করবে কোনও জায়গায় স্ক্র্যাচ করতে, দাগ দিতে বা কোনও ধারালো জিনিস দিয়ে আমার চামড়াকে ঘষতে, আমার চুলের গোড়ায় ঘষতে; এমনকি শরীরের যে কোনও অংশে আমি ঘষতে বাধ্য হই, ওখানে ইরিটেশন হয়। সে আমাকে প্রভোক করে, সে আমাকে বাধ্য করে যে তুমি এ জায়গায় আমাকে স্ক্র্যাচ করো বা আমাকে ওখানে একটু ধাক্কা দাও, আমাকে একটু আঁচড় দাও—এ জিনিসটাই মোদ্দা কথা হচ্ছে চুলকানি।
চুলকানির খুব কমন কারণগুলো কী। সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. ইমদাদুল হক বলেন, রোগীরা বলে, আমার এলার্জির সমস্যা। কিন্তু এলার্জি আর চুলকানি আমরা গুলিয়ে ফেলি। সাম কন্ডিশনে এলার্জি হতে পারে। এলার্জির সিনোনিম আমরা চুলকানি বলতে পারি। কমনলি যেটা হচ্ছে, সিজন ভেদে ডিফার করে। যেমন—গরমের দিনে রোগী এক ধরনের উপসর্গ নিয়ে আসে, শীতকালে এক ধরনের নিয়ে আসে, শিশুরা, মায়েরা, বয়স্করা, মধ্য বয়স্করা বা যারা ডেইলি লেবার, তারা এক ধরনের উপসর্গ নিয়ে আসে। গরমের দিনে আমাদের যে আবহাওয়া, এতে ম্যাক্সিমাম যারা কায়িক পরিশ্রম করে, তাদের মধ্যে ঘামাচি; ঘামাচি অন্যতম কারণ চুলকানির। এ ছাড়া সাধারণ ভাষায় আমরা যেটাকে দাদ বলি, এটা খুবই কমন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমরা ওষুধের দোকানে গিয়ে বলি—আমার এলার্জি হয়েছে, আমাকে ওষুধ দাও। ওরা ওষুধ দিয়ে দেয়। ওরা কী করে, যেটা দেওয়া উচিত নয়, এমন একটি ওষুধ দিয়ে দেয়। ফলে রোগী খুব বিড়ম্বনায় পড়ে। রোগীর সাফারিংস বাড়ে। আমার পরামর্শ হচ্ছে, চুলকানিকে সহজভাবে নেওয়া যাবে না। এটাকে উপসর্গ অনুযায়ী ভালোভাবে চিকিৎসা করাতে হবে।
চুলকানি কেন হয়, এর সুচিকিৎসা কী, এ সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।