চুল পড়ছে করব কী
চুল পড়া সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। খাদ্যাভ্যাস, জীবন যাপন আর বায়ুদূষণের ফলেও চুল পড়ে। চুল পড়া নিয়ে অনেকে চিন্তিত। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে চুল পড়া সমস্যা ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে চুল পড়া সমস্যা ও এর প্রতিকার নিয়ে কথা বলেছেন রেডিয়েন্স লেজার ক্লিনিকে চর্মরোগ বিভাগের চিফ কনসালটেন্ট ডা. জাহিদা নাসরিন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
এই যে আমরা চুল পড়া বলছি, কখন আমরা বলব যে আসলে কারও চুল পড়া শুরু হয়েছে, সঞ্চালকের এ কথা জবাবে ডা. জাহিদা নাসরিন বলেন, প্রতিদিন আমাদের মাথার ত্বক থেকে একটা নির্দিষ্ট পরিমাণ চুল পড়া স্বাভাবিক। এটাকে মেনে নিতে হবে। প্রতিদিন ১০০ থেকে ১৫০ চুল পড়াটা একদমই স্বাভাবিক। যে রকম ১০০ থেকে ১৫০ চুল পড়বে, একই পরিমাণ কিংবা তার চেয়ে বেশি পরিমাণ চুল আমাদের মাথার ত্বকে প্রতিদিন গজায়। পড়ার পাশাপাশি চুল গজানোর পরিমাণটা যদি কোনও কারণে কমে যায়, তাহলে ট্রিটমেন্ট নিতে হবে।
চুল পড়া সমস্যাটি যখন শুরু হচ্ছে, তখন কোন দিক থেকে চুল বেশি পড়ছে কিংবা একজন ব্যক্তি কীভাবে বুঝবেন যে তিনি আসলে চুল পড়া সমস্যায় ভুগতে যাচ্ছেন, সঞ্চালকের এ কথা জবাবে ডা. জাহিদা নাসরিন বলেন, সাধারণত চুল পড়া শুরু হয় মাথার তালুর দিক থেকে, ছেলেদের ক্ষেত্রে মাথার তালুর দিক থেকে কিংবা সামনের হেয়ার লাইন পেছনে চলে যায়। মেয়েদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় সিঁথির দিক থেকে কিংবা সামনের হেয়ার লাইন থেকে, এখান থেকে যখন কমতে শুরু করে, তখনই তার উচিত একজন স্কিন ডক্টরের সঙ্গে কনসাল্ট করে প্রপার ট্রিটমেন্ট নেওয়া।
চুল পড়া সমস্যা জন্মগত কি না, না কি এটি একটি নির্দিষ্ট বয়সের পর থেকে শুরু হতে পারে। কী ধরনের সমস্যার সম্মুখীন হলে ডক্টরের শরণাপন্ন হবেন এবং কখন শরণাপন্ন হবেন, সঞ্চালকের এ কথা জবাবে ডা. জাহিদা নাসরিন বলেন, চুল পড়ার সাথে বয়সের ওই রকম কোনও সম্পর্ক নেই। যদি ১৮ বছরের নিচে হয়ে থাকে, তাহলে সাধারণত আমরা খুঁজে থাকি তার নিউট্রিশনের ডেফিসিয়েন্সি আছে কি না বা যদি সে অ্যাডোলেসেন্ট হয়ে থাকে, টিনএজ হয়ে থাকে, ১২-১৩ বা এর পরে হয়ে থাকে, চুল পড়া কোনও কারণে বেড়ে থাকে, সে ক্ষেত্রে আমরা খুঁজি হরমোনের সাথে কোনও রিলেশন আছে কি না। যদি মেয়ে হয়ে থাকে মাসিক কিংবা এগুলোর সাথে কোন রিলেশন আছে কি না; এগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। সাধারণত বয়সের সাথে কোনও সম্পর্ক নেই। তবে যাদের অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া থাকে, ছেলেদের, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ৩০ বছর বা তার আশপাশে মাথার তালু ফাঁকা হতে থাকে।
চুল পড়া সমস্যা ও প্রতিকার সম্পর্কে আরও জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।