চোখের সামনে জোনাকির মতো ভাসে?
আজকাল অনেকেই অভিযোগ করেন, চোখের সামনে বা চোখের পাশ থেকে কিছু পোকার মতো বা জোনাকির মতো ভেসে ভেসে আসে। এটি কেন হয়?
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ডাক্তার আছেন আপনার পাশের একটি পর্বে এ প্রশ্নের উত্তর দিয়েছেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের রেটিনা ও ইউভিয়া বিভাগের সহকারী অধ্যাপক ও কনসালটেন্ট ডা. মোহাম্মদ মোমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
ডা. মোমিনুল ইসলাম বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের চোখের ভেতরে যদি... চোখের ভেতরে একটা জায়গা আছে, যেখানে ৯৯ ভাগ পানি থাকে, এক শতাংশ প্রোটিন থাকে; কোলাজেনটা যদি অনেক সময় লিকুফাইড হয়ে যায় কিংবা তরল হয়ে যায়, তখন ওটা নড়াচড়া করতে থাকে এবং চোখের ভেতরে যে আলোটা প্রবেশ করে, সেখানে বাধা খায় এবং বাধা খেয়ে ওটা চোখের রেটিনাতে শ্যাডো পড়ে। কিংবা চোখের ভেতর যদি রক্তক্ষরণ হয় বা চোখের ভেতর যদি প্রদাহ হয়... অথবা উচ্চ রক্তচাপে যাঁরা ভুগছেন, তাঁদের চোখ যদি স্ট্রোক করে, কিংবা যাঁরা মাইনাস পাওয়ারের চশমা পড়েন, তাঁদের এ ধরনের সমস্যা হতে পারে। এ ধরনের সমস্যা যদি হয়, তাহলে অবশ্যই একজন রেটিনা বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত।
চোখের সমস্যা ও গর্ভাবস্থায় মায়েদের বিভিন্ন সমস্যার সমাধান জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।