চোয়াল ভাঙার আধুনিক চিকিৎসা কী
চোয়াল ভাঙা বা অ্যাঙ্কাইলোসিসের সমস্যায় ভুগছেন অনেকে। এর আধুনিক চিকিৎসা কী, তা আজ আমরা জানব একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে চোয়াল ভাঙার আধুনিক চিকিৎসা নিয়ে কথা বলেছেন ডা. সাইফুল আলম রঞ্জু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. শারমিন জাহান নিটোল।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. সাইফুল আলম রঞ্জু বলেন, চোয়াল ভাঙার চিকিৎসা আমরা বিভিন্ন ভাবে দিয়ে থাকি। যদি চোয়ালটা কমপ্লিট ভাবে ফেটে যায়, তখন আমরা চোয়ালটা ফিক্স করে রেখে দিই। এখন আরও সুন্দর সুন্দর চিকিৎসা এসেছে।
অনেক সময় দাঁত পড়ে যায়। শহরে আমরা যারা থাকি, তারা এ বিষয় নিয়ে কনসার্ন থাকলেও যারা শহরের বাইরে থাকছি, তাদের আসলে ততটা কনসার্ন দেখা যায় না। সে ক্ষেত্রে কারও দাঁত পড়ে গেলে সে যদি চিকিৎসা না নেয়, কী ধরনের জটিলতা দেখা দিতে পারে? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. সাইফুল আলম রঞ্জু বলেন, দাঁত পড়ে গেলে বা আঘাত পেলে... অনেক সময় আঘাত পায়, কিন্তু পড়ে যায় না। সে তখন হয়তো কিছু বুঝতে পারে না। কিন্তু ধীরে ধীরে দাঁতের ইনফেকশন বা চোয়ালে যে কোনও সময় গ্রাজুয়ালি সিস্ট ডেভেলপ করতে পারে। সিস্ট ডেভেলপ করলে শুধু একটা দাঁতের মধ্যে ইনভলব থাকে, তা কিন্তু নয়। এটা আস্তে আস্তে তার সারাউন্ডিংস ইনভলব করে ফেলে। তখন অনেকগুলো দাঁত ইনভলব হয়ে যায়। তখন রোগীকে সার্জারিতে যেতে হয়। কারণ, সিস্টটা যত দিন থাকে, চোয়ালে এক্সপান্ড করবে, এটাই স্বাভাবিক।
মুখমণ্ডলের আঘাতজনিত সমস্যা ও এর চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।