জেনে নিন ডেঙ্গুর সবচেয়ে খারাপ লক্ষণগুলো
করোনা মহামারিতে নাকাল পুরো বিশ্ব। বাংলাদেশেও করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এ সময়ে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গু। প্রতি বছর এ সময়টাতে, বর্ষার এ সময়ে ডেঙ্গুর হার অনেক বেশি বেড়ে যায়। আমরা যদি হাসপাতালগুলোর দিকে লক্ষ করি, তাহলে দেখা যাবে করোনার পাশাপাশি ডেঙ্গু রোগীর সংখ্যাও কম নয়।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ডেঙ্গু ভাইরাস নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ গোলাম মোগনী মাওলা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. শারমিন জাহান নিটোল।
ডেঙ্গুর কমপ্লিকেশন হিসেবে দুই ধরনের সমস্যা হতে পারে—একটি ডেঙ্গু শক সিনড্রোম, অপরটি ডেঙ্গু হেমোরেজিক ফিভার। যাঁরা শুরুতেই বাসায় চিকিৎসা নিচ্ছেন, তাঁরা কীভাবে বুঝবেন কমপ্লিকেশনের দিকে যাচ্ছেন কি না। সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে ডা. সৈয়দ গোলাম মোগনী মাওলা বলেন, প্রথমেই বলে নিই ডেঙ্গুর খারাপ লক্ষণগুলো কী। খারাপ লক্ষণগুলো হচ্ছে—প্রথমত জ্বর চলে যাওয়ার পরে সমস্যাগুলো দেখা দেয়। দ্বিতীয়ত হচ্ছে, অতিরিক্ত শরীর খারাপ লাগা, অতিরিক্ত অসুস্থ—আমি আমার স্বাভাবিক কাজ করতে পারছি না, এত দুর্বল হয়ে গেছি, এত বেশি ব্যথা। তৃতীয়ত হচ্ছে, পেট ব্যথা, বমিভাব, তার সাথে বসা থেকে দাঁড়ালে মাথা ঘুরিয়ে ওঠে বা শোয়া থেকে বসলে মাথা ঘুরিয়ে ওঠে—এটা কিন্তু প্রেশার কমে যাওয়ার লক্ষণ। এ সব লক্ষণ দেখা দিলে আপনাকে প্রেশার মাপতে হবে। প্রেশার যদি ১০০ বাই ৬০, এটি স্বাভাবিক ধরা যায়। এর নিচে যদি আসে, তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে, আপনি খারাপ দিকে যাচ্ছেন। আরেকটি হচ্ছে, কোনও ভাবে যদি রক্তক্ষরণের নমুনা দেখা যায়—মাড়ির গোড়ায় বা কাশির সাথে বা বমির সাথে; এটি একটি লক্ষণ। এ লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।