জেনে নিন বর্ষাকালে কী ধরনের অসুখ বেশি হয়
প্রচণ্ড তাপ আর দাবদাহ শেষে একটু স্বস্তি দেয় বর্ষামৌসুম। কদম ফোটার এই মৌসুম ভাবুকের চোখে প্রেমময় হলেও অসুখ-বিসুখও কিন্তু কম হয় না। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জেনে নেব বর্ষায় কী ধরনের অসুখ বেশি হয়।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ প্রশ্নের উত্তর দিয়েছেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ফার্মাকোলজি ও থেরাপিউটিকস বিভাগের অধ্যাপক ডা. ওয়ানাইজা রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. ওয়ানাইজা রহমান বলেন, বর্ষাকাল একাধারে রোমান্টিক কাল বাঙালির জন্য। কদম ফুল ফোটে। বৃষ্টির গান, রবীন্দ্রনাথ, খাওয়াদাওয়া—সবকিছু মিলে সুন্দর সময় যায়। কিন্তু এ সময় আমাদের বিশেষ স্বাস্থ্য সচেতনতা প্রয়োজন। আর বর্ষাকালে যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয় এবং আমাদের রাস্তাঘাটের অবস্থা ভালো থাকে না, শহরে পানি জমে যায়—এসব কারণে বেশ কিছু বিষয়ে সতর্কতা প্রয়োজন।
ডা. ওয়ানাইজা রহমান বলেন, সাধারণত যে অসুখগুলোর আক্রমণ আমরা দেখি, এই যে পানিটা জমে যায় এবং প্রচুর বৃষ্টি হয়, এ জন্য আসলে কিছু ইনফেকশন এবং অনুজীবের যে সংক্রমণ, সেটার জন্যই বিভিন্ন অসুখ-বিসুখ হয়ে থাকে। আমাদের ফ্লু, ঠাণ্ডা, কাশি, হাঁচি; ত্বকের বিভিন্ন সমস্যা, যেটা ছত্রাক দ্বারা হয়; বিভিন্ন রকম চুলকানিসহ বিভিন্ন রোগ দেখা দেয়। তা ছাড়া যেমন পেটের পীড়া। পানিটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি পানি সতর্কতার সাথে পানি পান না করি, পানি ফুটিয়ে না খাই আর ওই ওয়াসার পানিটার সঙ্গেও কিন্তু ওই পানি যে জমে থাকে, বিভিন্ন ভাবে, ট্যাংকটা যদি পরিষ্কার না থাকে, একটা সংক্রমণ হয়ে যায়—পেটের পীড়া। পানিটা যদি জমে যায়, মশার কারণে আমাদের যে অসুখগুলো হয়—ডেঙ্গু, চিকুনগুনিয়া—সেগুলোও কিন্তু হয়। একেবারেই যে বর্ষাকালে হবে না, শীতকালে হবে, তা কিন্তু নয়। এ জন্য সাবধানতা প্রয়োজন।
বর্ষাকালে কী ধরনের রোগের উপসর্গ ও এসব রোগ থেকে মুক্তির উপায় সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।