জ্বর হলে কী করবেন
জীবনে জ্বরে আক্রান্ত হননি, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু এ জ্বর খুব সাধারণ থেকে গুরুতর হতে পারে। আজ আমরা এ বিষয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে জ্বর নিয়ে কথা বলেছেন ডা. আফসানা বেগম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডা. শাখাওয়াত হোসেন।
সাধারণভাবে কী কী ধরনের জ্বর হয় এবং জ্বর হলে তাৎক্ষণিকভাবে করণীয় কী, সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ডা. আফসানা বেগম বলেন, সবচেয়ে কমন যে জ্বরটা হয়, সেটা হচ্ছে ভাইরাল ফিভার। এ ভাইরাল ফিভারের সঙ্গে সবাই কমবেশি পরিচিত। এতে বেশি কিছু করার নেই। যে ধরনের উপসর্গ হবে, যেমন জ্বর থাকলে প্যারাসিটামল থেকে হবে, খুব বেশি জ্বর না থাকলে কোনো কিছু না খেলেও চলবে। শুধু গা-টা স্পঞ্জ করে দিলে চলবে। মাথাব্যথা থাকলে প্যারাসিটামল খেতে হবে। অবশ্যই প্রচুর পানিজাতীয় খাবার, যেকোনো ধরনের তরল খাবার খেতে হবে। একইসঙ্গে বিশ্রাম নিতে হবে। বিশ্রাম নিলে খুব দ্রুত জ্বরটা কমে যায়। এ ছাড়া আরও অনেক ধরনের জ্বর আছে, যেমন ব্যাকটেরিয়ার জন্য হয়। ব্যাকটেরিয়ার জন্য হয় টাইফয়েড ফিভার। তা ছাড়া নিউমোনিয়া হতে পারে, ম্যালেরিয়া হতে পারে... আরও অনেক ধরনের জ্বর আছে, এগুলো আমাদের দেশে খুব কমন।
জ্বর হলে কখন একজন মানুষের চিকিৎসকের কাছে যাওয়া উচিত, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. আফসানা বেগম বলেন, সাধারণত ভাইরাল জ্বরটা চার থেকে পাঁচ দিন পর্যন্ত থাকে। ভাইরাল জ্বরে কিছু ফিচার থাকে, যেমন নাক দিয়ে পানি পড়া, চোখ জ্বালাপোড়া করা, মাথাব্যথা এবং জ্বরটা বেশির ভাগ ক্ষেত্রে হাই গ্রেড থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যেমন, যদি জ্বরের সাথে খুব সিভিয়ার হেডেক, কোনোভাবেই কমছে না। অথবা জ্বরের সাথে অনেক কাশি, কফ। অনেক সময় দেখা যায়, কফের সাথে রক্ত যাচ্ছে। এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রথমেই চিকিৎসকের কাছে যেতে হবে। বমি হলেও যেতে হবে। তা না হলে যদি শুধু সিম্পল জ্বর বা গা ব্যথা থাকে, সে ক্ষেত্রে বাসায় তিন দিনের মতো অপেক্ষা করতে হবে। ভাইরাল জ্বর হলে তিন-চার দিনের মাথায় আস্তে আস্তে কমে যেতে থাকে।
জ্বর কেন হয় এবং জ্বর হলে কী করণীয়, এ সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।