ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা কী, কাদের জন্য ঝুঁকি?
ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলতে কী বোঝায়, কাদের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা সম্পর্কে কথা বলেছেন শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল ও হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. জেবুন্নেছা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. জেবুন্নেছা বেগম বলেন, ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলতে আমরা বুঝি যে একটা প্রেগন্যান্সি টাইম, নয় মাস সাধারণত, তো প্রথম তিন মাস একটা টাইম, যেটার সময় বাচ্চার ভ্রুণ তৈরি হচ্ছে, বাচ্চার অঙ্গ-প্রত্যঙ্গ গঠন হচ্ছে, ওই সময় এক ধরনের জটিলতা থাকে বা আবার যখন বাচ্চাটা বড় হচ্ছে, মাঝের যে তিন মাস, এ সময়ও বিভিন্ন ঝুঁকি থাকে। আর শেষের তিন মাস। এভাবে যদি আমরা ভাগ করি, প্রথম তিন মাসে দেখা যায় যে গর্ভপাত হওয়ার চান্স থাকে। এটা একটা ঝুঁকি। অনেকের দেখা যায়, একটু প্রি-প্রেগন্যান্সি অথবা টিউবে বাচ্চা আসা, এটাও একটা ঝুঁকিপূর্ণ অবস্থা।
ডা. জেবুন্নেছা বেগম বলেন, মাঝের যে তিন মাস, ওই সময় দেখা যায় কারও কারও ডায়াবেটিস আসছে। হয়তো আগে কখনও ডায়াবেটিস ছিল না, এখন তার প্রথম ডায়াবেটিস ধরা পড়ল। তার পর অনেক সময় দেখা যায় যে প্রেশার বেশি হয়, হাইপারটেনশন এবং এই দুইটা বাচ্চার ওপর মারাত্মক প্রভাব ফেলে। বাচ্চা-মা দুজনের ওপর প্রভাব ফেলে। কিন্তু বাচ্চার জন্য খুবই এটা ঝুঁকিপূর্ণ এবং হাইপারটেশন যদি থাকে, তাহলে মায়ের জন্যও খুব ঝুঁকিপূর্ণ।
ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।