ঠোঁট ফাটা থেকে মুক্তির উপায়
শীতকালে সাধারণত ত্বক শুষ্ক হয়ে যায়। তার কারণ, বাতাসে আর্দ্রতা কমে যাওয়া এবং শরীরে ঘাম কম হওয়া। সে জন্য সবারই ত্বক অল্পবিস্তর ফাটতে পারে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে শীতে ত্বকের সমস্যা ও সমাধান সম্পর্কে জানিয়েছেন ভেল্লা লেজার কেয়ার ও ভেল্লা এসথেটিকসের কনসালটেন্ট ডা. দিলরুবা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
ঠোঁট ফাটা সমস্যা অনেকেরই থাকে। অনেককে দেখা যায় সারা বছরই লিপজেল ব্যবহার করছেন। আবার অনেকে রয়েছেন, যাঁরা লিপজেল বা লিপবাম কিছুই ব্যবহার করেন না। শীতকালে এর পজিটিভ ও নেগেটিভ দিকগুলো কী কী। সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. দিলরুবা সুলতানা বলেন, শীতকালে কমবেশি সবারই ঠোঁট ফাটে। এ প্রবলেমটা সবারই হয়। তো সে ক্ষেত্রে অবশ্যই আপনি লিপবাম বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। এটার জন্য খুব বেশি হাই-এন্ড কোনও টেকনোলজি নেই। এটা নরমাল ময়েস্ট রাখার জন্য যে কোনও কিছু আপনি ইউস করতে পারেন। বাট সেইসাথে দেখা যায় আমরা ফেসের খুব যত্ন নিচ্ছি, লিপের যত্ন হচ্ছে না।
ডা. দিলরুবা সুলতানা আরও বলেন, ঠোঁট ফাটা থেকে মুক্তি পেতে ভালো লিপবাম ইউস করতে পারেন, পেট্রোলিয়াম জেলি ইউস করতে পারেন, যাঁদের এগুলো কোনও কিছুই এভেইলেবল না, তাঁরা নারকেল তেল ইউস করতে পারেন। শাওয়ারের পর আপনি বার বার অ্যাপ্লাই করতে পারেন।
শীতে ত্বকের বিভিন্ন সমস্যা ও এ থেকে উত্তরণের উপায় জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।