ত্বক ফর্সায় কি কেমিক্যাল পিল কার্যকর
নরম, কোমল ও উজ্জ্বল ত্বক কে না চায়। কিন্তু পরিবেশ দূষণ, জীবন যাপন আর খাদ্যাভ্যাসের কারণে অনেক সময় ত্বক মলিন হয়ে যায়। অনেকের ত্বক প্রাকৃতিকভাবেই কম ফর্সা। তাঁরা ত্বক উজ্জ্বল করতে চান। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে ত্বকের যত্নে ফেসিয়ালসহ ত্বকের যত্ন সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ত্বকের যত্নে ফেসিয়ালসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন রেডিয়েন্স লেজার ক্লিনিকে চর্মরোগ বিভাগের চিফ কনসালটেন্ট ডা. জাহিদা নাসরিন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
পিআরপি ও হাইড্রাফেসিয়ালের ক্ষেত্রে খরচ কত লাগতে পারে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. জাহিদা নাসরিন বলেন, পিআরপি ফেসিয়াল বা হাইড্রাফেসিয়াল কার ক্ষেত্রে কতটুকু দিচ্ছি বা কম্বিনেশনে আমরা আর কিছু রাখছি কি না, মাইক্রোডার্মা ব্রাশেন রাখছি কি না হাইড্রাফেসিয়ালের সাথে কিংবা ফটোথেরাপি রাখছি কি না; এসবের ওপর নির্ভর করে কস্টিং ভ্যারি করতে পারে। তবে এভারেজ পাঁচ হাজার থেকে শুরু করে এ ধরনের ফেসিয়াল বা ট্রিটমেন্টগুলো ১০ হাজার বা এর মধ্যেই সাধারণত থাকে।
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেকে নানান ধরনের প্রসাধন ব্যবহার করে থাকে। আপনার কাছ থেকেই গ্লুটাথিয়নের কথা শুনছিলাম, মানুষজন বিভিন্ন কেমিক্যাল পিল ব্যবহার করে থাকে এবং ত্বকে মাখবার জন্য নানান ধরনের ক্রিমও ব্যবহার করে থাকে। এগুলোর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না। কারণ, এগুলো নিয়ে নানা ধরনের কথা রয়েছে। কেউ কেউ বলে থাকেন, ক্যানসার হতে পারে এগুলো থেকে। স্কিন ক্যানসার হতে পারে, সেজন্য ব্যবহার করা যাবে না। অনেকে আবার আপনারা যে পদ্ধতির কথা বলছেন, সেগুলোতেও বিশ্বাস করতে চায় না। কারণ, একধরনের ভীতি কাজ করে। সেই ভীতিগুলো রয়েছে কি না এবং এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কি না, সেটা গ্লুটাথিয়নের ক্ষেত্রেও জানব এবং বাজারে যে অন্য প্রোডাক্ট রয়েছে, সেগুলো সম্পর্কেও জানব, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. জাহিদা নাসরিন বলেন, মানুষ কেমিক্যাল পিল বাসায় ইউস করছে। বাসায় ইউস করার জন্য কেমিক্যাল পিল যেগুলো, ওটারও একটি নির্দিষ্ট মাত্রা থাকে। যেটা বাসায় ইউস করার মতো, আমরা অ্যাডভাইজ করি না। আমরা প্রফেশনালি যে পিলগুলো ইউস করি, এটা শুধু যারা আমরা এসথেটিক নিয়ে কাজ করছি, সেটা আমাদের প্রপার অবজারভেশনেই ক্লিনিকে ব্যবহার করে থাকি। এটা বাসায় ইউস করার মতো না।
ডা. জাহিদা নাসরিন বলেন, যদি কেউ বাসায় ইউস করতে যায় এ ধরনের কেমিক্যাল পিলগুলো, সে ক্ষেত্রে তাদের বিভিন্ন রকম সাইড ইফেক্ট হতে পারে। স্কিন বার্ন হয়ে যেতে পারে। কোনও জায়গা থেকে হাইপারপিগমেন্টেশন হয়ে যেতে পারে। আরও অনেক ধরনের প্রবলেম হতে পারে। এটা কখনওই আমি সাজেস্ট করব না যে বাসায় আপনি কখনও কেমিক্যাল পিল ইউস করেন। যে প্রোডাক্টগুলো উজ্জ্বলতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়, বেশির ভাগেই দেখা যায় স্টেরয়েড থাকে কিংবা মার্কারি থাকে; এগুলো তাও প্রপার মাত্রায় থাকে না।
ত্বক ফর্সাকরণ সম্পর্কে আরও জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।