দাঁতে ব্যথা?
দাঁতের ব্যথায় ভোগেননি, এমন মানুষ পাওয়া কঠিন। নানা কারণেই দাঁতে ব্যথা হতে পারে। আজ আমরা একজন বিশেষজ্ঞের কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত একটি স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেছেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। তিনি বলেন, দাঁতের ব্যথা নানা কারণে হতে পারে। দাঁতের নিজস্ব কারণে এবং মাড়ির সমস্যার কারণে হতে পারে। তবে দাঁতের ব্যথা সবচেয়ে বেশি হয় দাঁতের ক্ষয়রোগ বা ডেন্টাল ক্যারিজের কারণে। ডেন্টাল ক্যারিজ হলে দাঁতের উপরে এনামেল লেয়ার ক্ষয় হয়ে ভেতরে প্রথমে ডেন্টিন এবং তার পরে পাল্প, মানে দাঁতের মজ্জাতে চলে যায়, খাদ্যদ্রব্য ঢুকে গিয়ে... তখন ভেতরের নার্ভে প্রেশার পড়লে অনেক ব্যথা হয়।
দাঁতের ব্যথা তীব্র হয়ে থাকে। এমন অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব কাছের কোনো ডেন্টাল ডাক্তারের কাছে যাওয়া উচিত। যদি সেটা সম্ভব না হয়, সে ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ খাওয়া যায়। তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনার শরীরে কিডনি, লিভার অথবা অন্য কোনো অঙ্গে কোনো সমস্যা থেকে থাকে এবং যে কারণে ডাক্তার আপনাকে ব্যথানাশক ওষুধ খেতে মানা করেছেন, সে ক্ষেত্রে সেটি খাওয়া যাবে না।