ধূমপানে কি পুরুষের স্পার্ম কমে যায়
শুধু নারী নয়, ইদানীং অনেক পুরুষ বন্ধ্যত্ব সমস্যায় ভুগছে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব, দীর্ঘদিন ধূমপান করলে পুরুষের বন্ধ্যত্ব হয় কি না।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে পুরুষের বন্ধ্যত্ব সমস্যা ও প্রতিকার নিয়ে কথা বলেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে গাইনি অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জান্নাত আরা ফেরদৌস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
যাঁরা ২০-৩০ বছর ধূমপান করছেন কিংবা যাঁরা ১০ বছর ধরে স্মোকিং করছেন, তাঁদের যদি এই সমস্যাটি হয়ে থাকে, সে ক্ষেত্রে কি তাঁরা অল্প কিছুদিন স্মোকিং ছেড়ে দিলে পরবর্তী সময়ে তাঁদের সিমেনের ভালো ফল প্রত্যাশা করতে পারি, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. জান্নাত আরা ফেরদৌস বলেন, অবশ্যই করতে পারি। কারণ, আমরা দেখেছি যে চেইন স্মোকার, ১০-১২ বছর ধরে সে স্মোকিং করছে। কারণ কি, স্টুডেন্ট লাইফ থেকে সে স্মোকিং শুরু করেছে। তো বিয়ের পরেও সেটা সে কন্টিনিউ করছে। হয়তো বা বিয়ে হয়েছে ছয়-সাত বছর, বাচ্চা হচ্ছে না। দেখা যায় যে স্মোকিংটা ছেড়ে দিলে, হয়তো একটু সময় লাগে, এমন না যে আজকে ছেড়ে দিল আর রাতারাতি রেজাল্ট পেল, তা নয়। হয়তো বা দুই-চার-পাঁচ মাস লাগবে। কিন্তু তার চেঞ্জ হয়।
ডা. জান্নাত আরা ফেরদৌস বলেন, একটু ব্যাখ্যা করে বলি। পুরুষদের যে স্পার্মগুলো বা শুক্রাণুগলো, তা কিন্তু প্রতিনিয়ত তৈরি হচ্ছে। মেয়েদের যেটা হয়, তার যে ডিম্বাণু থাকে, সেটা কিন্তু সে মায়ের পেট থেকে নিয়ে জন্মগ্রহণ করে। তার ডিমের সংখ্যা যখন কমে যায়, তখন তার পিরিয়ড অনিয়মিত হয়। একসময় তার পিরিয়ড বন্ধ হয়ে যায়। তার ডিমের পুরো সংখ্যা স্টপ হয়ে যায়, আর থাকে না। কিন্তু আপনি দেখেন, একজন ৯০ বছর বয়সি বৃদ্ধ লোক, সেও কিন্তু ইয়াং মেয়ে বিয়ে করে তার কিন্তু বাচ্চা হচ্ছে। তার কারণ, প্রতিনিয়ত স্পার্ম তৈরি হচ্ছে। স্পার্মের লাইফ ডিউরেশন হচ্ছে ১২০ দিন। সে হিসাব করলে, তার পরে একটা ভালো স্পার্ম আসবে ইনশা আল্লাহ।
স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।