নখ শরীরের জন্য কেন প্রয়োজনীয়, কী কাজ
শরীরের প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ। অনেকে নখের বিভিন্ন সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে নখের যাবতীয় সমস্যা ও প্রতিকার সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে নখের যাবতীয় সমস্যা ও প্রতিকার সম্পর্কে বলেছেন বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে স্কিন অ্যান্ড লেজার বিভাগের কনসালটেন্ট ডা. মো. রোকন উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
নখ আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজনীয় এবং এর কী কাজ রয়েছে। সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মো. রোকন উদ্দিন বলেন, নখ একজন ডাক্তারের কাছে আয়নার মতো। আমাদের শরীরের ভেতরের অনেক সমস্যা ও বাহ্যিক সমস্যা নখে প্রতিফলিত হয় বা প্রকাশ পায় নখের মাধ্যমে। চিকিৎসক হিসেবে নখের গুরুত্ব অনেক। আর আমি যদি ব্যক্তি মানুষের কথা চিন্তা করি, নখকে অনেকে হয়তো চিন্তা করে এটা সৌন্দর্য। এটা শুধু সৌন্দর্য নয়, এটা আমাদের প্রটেকশনের বড় অংশ। নখ যদি না থাকত, হাত দিয়ে আমরা দৈনন্দিন যে কাজ করি, সেগুলো করা ডিফিকাল্ট হতো এবং আমাদের ব্লিডিং হতো।
ডা. মো. রোকন উদ্দিন বলেন, নখ কী দিয়ে তৈরি, এটা প্রশ্ন আসতে পারে। এটা এক ধরনের প্রোটিন বা হার্ড ক্যারাটিন দিয়ে তৈরি। প্রোটিনের নাম ক্যারাটিন। খুব সাধারণ কথা যে নখের কোয়ালিটি বা নখের কম্পোজিশন কখন নষ্ট হয়, যখন একজন মানুষ প্রোটিনজাতীয় খাবারগুলো কম খাওয়া শুরু করে। কিডনি ডিজজি, লিভার ডিজিজ, হার্টের সমস্যা এগুলোর অনেক কিছুই নখে প্রতিফলিত হয়। সেটা ডাক্তার চট করে ধরে ফেলতে পারে। শুধু নখ দেখে বলে দিতে পারে যে উনার এ জায়গায় সমস্যা হচ্ছে অথবা উনার এনিমিয়া বা অন্য কোনও কারণে এ ঝামেলাগুলো হচ্ছে।
নখের যাবতীয় সমস্যা ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।