নারীর থাইরয়েডের সমস্যায় করণীয়
অনেকে থাইরয়েডজনিত সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে থাইরয়েডজনিত সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ নিয়ে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এন্ড্রোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. ইন্দ্রজিৎ প্রসাদ বলেন, থাইরয়েড হরমোন আসলে... মেয়েদের থাইরয়েড হরমোনের সমস্যা ছেলেদের চেয়ে ১০ গুণ বেশি। এটাকে আমরা অটো-ইমিউন ডিজিজ বলি। অটো-ইমিউন ডিজিজ মেয়েদেরই বেশি হয়ে থাকে। সে ক্ষেত্রে আমরা যখন সিম্পটন বুঝি, একটা মেয়ে মোটা হয়ে যাচ্ছে, তার গলাটা কর্কশ হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, মাসিক বেশি বেশি হচ্ছে, পায়খানা কষা হচ্ছে, চামড়া খসখসে হয়ে যাচ্ছে; আমরা ধরে নিই যে তার হাইপোথাইরয়েডিজম হয়েছে অথবা থাইরয়েড হরমোন সিক্রেশন কম হচ্ছে।
ডা. ইন্দ্রজিৎ প্রসাদ আরও বলেন, কখনও আমরা দেখি যে কারও কারও চোখ বড় হয়ে গেছে, গলা ফুলে গেছে, বুক ধড়ফড় করছে, হাত-পা কাঁপছে, অতিরিক্ত ঘাম হচ্ছে, অস্থির অস্থির লাগছে, পায়খানা নরম হচ্ছে; তাদের আমরা হাইপারথাইরয়েডিজম বলে একটা রোগ আছে, তার মানে হচ্ছে গলা থেকে থাইরয়েড হরমোন অতিরিক্ত তৈরি হওয়ার কারণে এ জটিলতাগুলো হচ্ছে।
হরমোনজনিত সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।