নারীর যৌনসমস্যা : আধুনিক কী চিকিৎসা রয়েছে
ফিমেল সেক্সুয়াল হেলথ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেক মানুষের জীবনে যৌনস্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যৌনস্বাস্থ্য নিয়ে নারীরা এখনও তেমন মনোযোগী নন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে নারীর যৌনস্বাস্থ্য সম্পর্কে পরামর্শ দিয়েছেন ভেল্লা লেজার কেয়ার ও ভেল্লা এসথেটিকসের কনসালটেন্ট ডা. দিলরুবা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. দিলরুবা সুলতানা বলেন, আমরা যে কাজটা করে খুব ভালো রেজাল্ট পাচ্ছি, যেমন মিডল-এজড বা একজন সেক্সুয়ালি অ্যাকটিভ উইমেন হঠাৎ করে ইন্যাক্টিভ হয়ে যাওয়া পরে যেটা হয়, সে খুবই স্ট্রেসফুল একটা কন্ডিশনের মধ্য দিয়ে যায়। তার হঠাৎ করে রিলেশন খারাপ হয়ে যায় বা এই কারণে অনেক সময় উদ্বেগ তৈরি করে। এ ক্ষেত্রে যেটা হয়, আমরা ও-শট করি। পিআরপির সাথে অনেকেই পরিচিত, রোগীর কাছ থেকে রক্ত নিয়ে সেখান থেকে প্লেটলেট রিচ প্লাজমা নিই, যেটাতে অনেক বেশি গ্রোথ ফ্যাক্টর থাকে এবং প্লেটিলেটস থাকে। যেটা তার ভ্যাজাইনাল ক্যানালের যে অ্যাট্রফি, সেটাকে রিপেয়ার করতে হেল্প করে। সেইসাথে তার সিক্রেশনটাকে বাড়ায়, যাতে করে প্রধান যে সমস্যাগুলো—পেইন ফিল করছে পেশেন্ট, ভ্যাজাইনাল ড্রাইনেস... এটার আরেকটা উপকারিতা হলো ইউরিনারি ইনকন্টিনেন্সের ক্ষেত্রে, ওটা খুব ভালো কাজ করে। আমরা ও-শট যখন করি, একটা-দুইটা সেশনের পরে পেশেন্টই আপনাকে বলবে যে কতখানি ইম্প্রুভ হয়েছে। এটার খুব ভিজিবল রেজাল্ট আমরা পেয়েছি।
ডা. দিলরুবা সুলতানা আরও বলেন, যেহেতু বাজারে আর কোনও মেডিসিন নারীদের জন্য নেই, তাই আমরা মনে করছি যে এটা খুব ভালো একটি ট্রিটমেন্ট অপশন। এ ছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আফটার গিভিং বার্থ, একটা-দুইটা বাচ্চা যখন নরমাল ডেলিভারি করে প্রসব করছেন উনি, যেটা হয় ভ্যাজাইনাটা লুজ হয়ে যায়। তখন যেটা হয়, ফিমেল পেশেন্ট আর সেই ইন্টিমেসিতে যেতে চায় না বা ইন্টেরেস্টেড ফিল করে না। কারণ, সে পুলকবোধ করে না। এ ক্ষেত্রে আমরা যে খুব ভালো ট্রিটমেন্টটা করছি, সেটা হচ্ছে ভ্যাজাইনাল টাইটেনিং ট্রিটমেন্ট। এটা আমরা দুই ধরনের ডিভাইজ দিয়ে করি। একটা হচ্ছে সিওটু লেজার, লেজার ট্রিটমেন্ট। আরেকটা হচ্ছে হাইফু।
নারীর যৌনসমস্যা ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।